দেরি করে ফেলেছে সে, বর্ষা কবে বিদায় নেবে ? বিপদ ঘনাচ্ছে। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 25, 2019

দেরি করে ফেলেছে সে, বর্ষা কবে বিদায় নেবে ? বিপদ ঘনাচ্ছে।


খাতায়-কলমে আশ্বিন মাস হলেও, বাস্তবে চেহারাটা কিন্তু ঘোর বর্ষার। বর্ষার সময় বৃষ্টি না দিতে পারলেও শেষ লগ্নে এসে মৌসুমী বায়ু খুব বেশি সক্রিয় হয়ে উঠেছে সমগ্র পূর্ব ভারত সহ বিভিন্ন রাজ্যে।
ইতিমধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে হয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি লক্ষ করা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে।

কিন্তু আশ্বিন মাসের মধ্যে এত বর্ষা আসছে কোথা থেকে ?
আমরা সকলেই জানি, বর্ষা সমগ্র দেশে প্রবেশ করতে যথেষ্ট সময় লাগে, তেমনি বিদায় নিতে সমগ্র দেশ থেকে বর্ষার যথেষ্ট সময় লাগে।

সাধারণত সমগ্র ভারতে থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে প্রথমে উত্তর-পশ্চিম ভারত থেকে ১লা সেপ্টেম্বর এর আশেপাশে। তারপর থেকে ধীরে ধীরে সে ভারতের বিভিন্ন রাজ্যগুলি থেকে বিদায় নেয়।

কিন্তু বর্তমান আবহাওয়ার চিত্র দেখে খুবই চিন্তার বিষয় লক্ষ করা যাচ্ছে। কারণ সাধারণত পয়লা সেপ্টেম্বর এর আশপাশ থেকে মৌসুমী বায়ুর বিদায় নিতে শুরু করে এবং ১৫ই সেপ্টেম্বরে দিল্লি রাজস্থান পাঞ্জাব গুজরাট সহ বেশকিছু রাজ্য থেকে বিদায় নেয়া বর্ষা। 
এইভাবে এগোতে এগোতে, বর্ষা পশ্চিমবঙ্গ থেকে ৮ই  অক্টোবর থেকে ১২ ই অক্টোবর এর মধ্যে সাধারণত বিদায় নেয়।
কিন্তু এবছর অবস্থা সত্যিই বিস্ময়কর, কারণে এবছর এখনো পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের কোন অংশ থেকে বর্ষার বিদায় নেওয়া শুরু করেন।
উপরন্তু সক্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তারপরে সমগ্র পশ্চিমবঙ্গে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 
এমতবস্থায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা অস্বাভাবিক কিছু না। 
কিন্তু কেন বর্ষার চরিত্রের এমন ভোলবদল ?


সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মৌসুমী বায়ুর ক্ষেত্রে যে বিস্তার লাভ করেছে সে বিষয়ে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রকম সন্দেহ নেই। 
তারই সাথে যুক্ত হয়েছে এ বছরের আরেকটি বিপদ হলো, আরব সাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় হিকা। গত বেশ কয়েকদিন ধরে তা গুজরাট উপকূলে শক্তি বাড়িয়ে ওমানের দিকে অগ্রসর হয়।
এই শক্তিশালী নিম্নচাপের জন্যই বর্ষার রাজস্থান এবং গুজরাট থেকে বিদায় নিতে পারছিল না।

সাধারণত বর্ষ বিদায়ের আগে গুজরাট এবং পাকিস্তান আফগানিস্তানের আশপাশের অঞ্চলে একটি উচ্চচাপ অঞ্চল তৈরি হয়। তারি সাথে ভূমধ্যসাগর থেকে আসা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার শীতল এবং শুষ্ক বাতাস প্রবেশ করিয়ে বর্ষার বিদায় যাত্রাকে ত্বরান্বিত করে। তারপর ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত কমতে থাকে।
এইভাবে বর্ষা বিদায় নিতে শুরু করে।

কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই সমস্ত অঞ্চলে ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতেও। 
তবে এমন অবস্থার পরিবর্তন কবে থেকে শুরু হবে ? 
কবে থেকে বর্ষা বিদায় নিতে পারে এ বছর ?

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সুস্পষ্টভাবে জানানো হচ্ছে যে, উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে এই বছর ৪ ঠা এবং ৫ ই অক্টোবর এর আশপাশে।  শুধু তাই নয়, বর্ষা খুব দ্রুতগতিতে ভারতের একটা বড় অংশ থেকে বিদায় নিয়ে নিতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।
কারণ হিসেবে বলা হচ্ছে, ভূমধ্যসাগর থেকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়। তার হাত ধরে শুষ্ক বাতাস প্রবেশ করে যাবে মধ্য ভারত পর্যন্ত। যা ভারতের বায়ু প্রবাহের পরিবর্তন ঘটাবে। তার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে এ বছরের মত।

কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তখনই বিদায় নেবে না বর্ষা। সে ক্ষেত্রে বলা যায় যে এ বছরের পুজোতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার সমগ্র ভাগ টাই থাকবে।
তাই সে ক্ষেত্রে পুজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবারে থেকেই যাচ্ছে। তাই পুজোর এই পাঁচটা দিন বৃষ্টিপাত হবে কিনা আদেও ? বাকি হতে চলেছে এই পাঁচটা দিন তার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস জানতে নজর রাখুন আমাদের পেজে। পুজো স্পেশাল বুলেটিনে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

By P.Ghosh
Update: 12:30 PM IST
25/09/2019




No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......