বিশেষত আগামী 24 থেকে 36 ঘন্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টিপাত চলতে পারে রাজ্যের প্রায় সর্বত্রই, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।
উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির সহ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দুইদিন।
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওড়া হুগলি উত্তর 24 পরগনা বেশ কিছু অঞ্চলে।
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রায় ভারী বৃষ্টির ফলে পুজোর প্রস্তুতিতে এবং বাজার বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সমস্ত পুজো উদ্যোক্তাদের বর্তমান আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
ইতিমধ্যেই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে বর্তমানে ক্রমশ বিহার থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে।
যার প্রভাবে আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে।
নিম্নচাপের গতি যদি ধীরগতিসম্পন্ন হয় তাহলে বৃষ্টিপাতের পরিমাণ এবং তার তীব্রতা 2 বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে সমগ্র কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে সোমবার বিকেল পর্যন্ত। সোমবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা।
তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে।
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই চতুর্থী রাতের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়তে পারে নতুন করে।
By P.Ghosh
Update 05:40 PM IST
28/09/2019
No comments:
Post a Comment