আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য, তবে বৃষ্টি পিছু ছাড়বে না। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 30, 2019

আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গের জন্য, তবে বৃষ্টি পিছু ছাড়বে না।



অবশেষে স্বস্তির খবর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জন্য। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা শক্তি অনেকটাই কমে যাওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির থেকে রেহাই পাওয়া যাবে বলে জানানো হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ও তার আশপাশের অঞ্চল গুলিতে। যা হবে ক্ষণস্থায়ী।

তবে আগামী অষ্টমী থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ আবারো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের আশপাশের অঞ্চলে। কারণ উত্তর-পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ুর বিদায় নিতে শুরু করলেও, পশ্চিমবঙ্গ থেকে এখনই মৌসুমী বায়ুর বিদায় নিচ্ছে না। তাই কলকাতাসহ দক্ষিণবঙ্গের রোজী কমবেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তারই সাথে এটাও জানানো হচ্ছে যে, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ আবারো নতুন করে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তখন বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।

Latest Satellite Image
গতকাল বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে। 
তবে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বর্ধমানের বেশ কিছু অঞ্চলে এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা ভালরকম রয়েছে।
তবে ঐ সমস্ত জেলাগুলিতে কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। 

কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টিপাত কমার সম্ভাবনা কম। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ভালো রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। আগামী ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকবে।

তাই সব মিলিয়ে বলা যায় যে, আমাদের পূর্বাভাস মতোই আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রমেঘের সঞ্চার ছাড়া ভারি বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই, আগামী তিন দিনের জন্য।

By P.Ghosh
Update: 01:30 pm IST
30/09/2019

No comments:

Post a Comment