অবশেষে বর্ষা বিদায়ের সম্ভাবনা, শীতের প্রবেশের ইঙ্গিত - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, October 12, 2019

অবশেষে বর্ষা বিদায়ের সম্ভাবনা, শীতের প্রবেশের ইঙ্গিত



দক্ষিণবঙ্গ থেকে অবশেষে বর্ষা বিদায়ের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে এবার। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বেশকিছু অংশ থেকে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিয়েছে।
আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই সম্পূর্ণরূপে বিদায় নিতে চলেছে এ বছরের বর্ষা।
গত ৯ ই অক্টোবর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে উত্তর পশ্চিম ভারত থেকে। কিন্তু সাধারণত নিয়ম অনুযায়ী ১লা সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করে উত্তর-পশ্চিম ভারত থেকে এবং পরবর্তীকালে ধীরে ধীরে তা বাকি রাজ্যগুলিতে কেউ বিদায় নেয় এবং পশ্চিমবঙ্গ থেকে ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে বিদায় নেয়।

কিন্তু এবছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অর্থাৎ বর্ষার চরিত্রের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত কয়েক দশক ধরে ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের একটা গুরুতর প্রভাব এই মৌসুমী বায়ুর উপর পরছে। যা একটি গুরুতর পরিবর্তন নিয়ে এসেছে বর্ষার বৃষ্টির ক্ষেত্রে। 
তারই উজ্জ্বল প্রমাণ হলো এই বছর কার বর্ষার মতিগতি। এ বছর বর্ষা সময়ের অনেকটাই দেরিতে এসেছে এবং অনেকটাই দেরিতে যাচ্ছে ভারতীয় ভূখণ্ড থেকে।
এবং এ বছর বর্ষার বৃষ্টির যে চারিত্রিক বৈশিষ্ট্য তাও অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে।

বর্তমানে বহুরূপী সম্পূর্ণ অনুকূল রয়েছে মৌসুমী বায়ুর বিদায় এর জন্য পশ্চিমবঙ্গ থেকে।
ইতিমধ্যেই উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে ঝাড়খন্ডে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলাগুলিতে, বায়ুমণ্ডলের উচ্চস্তরের জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যাচ্ছে, আউটগোইং লং ওয়েব রেডিয়েশন অনেকটাই বৃদ্ধি পেয়েছে পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যগুলিতে।
যা দেখে সুস্পষ্টভাবে বিশ্লেষণ করে সম্ভব হচ্ছে যে, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা।

বর্ষা দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেওয়ার সাথে সাথে রাতের তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে বলে জানানো হচ্ছে, রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে শুরু করবে আগামী কিছুদিনের মধ্যেই।
তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আকাশ পরিষ্কার থাকার কারণে, এবং রাতের তাপমাত্রা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৪° সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সে ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আরো অনেকটা কমে ২০° সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল মনে করছে যে এ বছর শীত আগেভাগেই প্রবেশ করতে পারে বলে আশা করা যাচ্ছে, কারণ একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার ইতিমধ্যেই উত্তর ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে তুষারপাত ঘটাতে শুরু করে দিয়েছে। পরবর্তীকালে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট এবং শক্তি বৃদ্ধি পাবে এর ফলে এখনো পর্যন্ত শীতের প্রবেশে বাধা সৃষ্টি না হওয়ায়, খুব তাড়াতাড়ি কলকাতাবাসী শীতের আমেজ পেতে পারে বলে আশা করা যাচ্ছে।

By P.Ghosh
Update: 06:30 PM IST
12/10/2019

No comments:

Post a Comment