বিদায় বর্ষা ২০১৯, তাহলে কি শীতের সূচনা বার্তা ? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, October 14, 2019

বিদায় বর্ষা ২০১৯, তাহলে কি শীতের সূচনা বার্তা ?


অবশেষে বর্ষা বিদায় নিল কলকাতাসহ পশ্চিমবঙ্গ থেকে। পূর্বাভাস মত গত 48 ঘন্টা আগেও বর্ষা বিদায় নিতে শুরু করেছিল একটু একটু করে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলি থেকে, এবং আজ অবশেষে সম্পূর্ণরূপে কলকাতা শহরতলি থেকে সম্পূর্ণরূপে বিদায় নিলো ২০১৯ এর বর্ষা।
এ বছর প্রথম থেকেই আবহাওয়া এবং প্রকৃতির খামখেয়ালীর সাথে সাথে বর্ষার চরমতম খামখেয়ালী আচরণ লক্ষ্য করা গেছিল। বর্ষা দক্ষিণবঙ্গে যে সময় আসার কথা তার অনেক পরে প্রবেশ করেছে। এমনই যখন বর্ষা ভারতীয় ভূখণ্ড থেকে বিদায় নেওয়া শুরু হওয়ার কথা তার প্রায় একমাস পর থেকে বিদায় নিতে শুরু করেছে।
এবং সমগ্র পুজোতে বর্ষার বৃষ্টি ভোগান্তি সৃষ্টি করেছিল পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের জন্য।
কিন্তু অবশেষে পুজো শেষ হওয়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সূচনা শুরু হয়ে যায়। যা আজই সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়া সম্পন্ন করেছে।


ইতিমধ্যেই বায়ুমন্ডলের উচ্চস্তরের আর্দ্রতার পরিমাণ যথেষ্ট কমে গেছে, লং ওয়েব রেডিয়েশন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যা থেকে সুস্পষ্ট যে দক্ষিণবঙ্গ থেকে এবং সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ অঞ্চল থেকে সম্পূর্ণরূপে মৌসুমী বায়ুর বিদায় নিয়েছে এই বছরের মত।

তারই সাথে সাথে ঝাড়খন্ড বিহার হয়ে পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে উত্তরের বাতাস প্রবেশ করতে শুরু করেছে।
বায়ুমণ্ডলের নিচুস্তরের জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে কিছুটা হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনের বেলাতে। তবে রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রা খুব দ্রুত হারে কমে যাওয়ার কারণে কুয়াশা সৃষ্টি হবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে।
ইতিমধ্যেই ধীরে ধীরে হিমেল হওয়া প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে, যার ফলে রাতের তাপমাত্রা খুব দ্রুত হারে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে, উত্তরবঙ্গের একই আবহাওয়া পরিস্থিতি সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স এবং পার্বত্য অঞ্চল গুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে আগামী দিনগুলিতে।

সব মিলিয়ে এবারের বর্ষা বিদায়ের সাথে সাথে শীতের সূচনা বার্তাও প্রকাশিত হতে শুরু করেছে প্রকৃতির অন্দরমহলে।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে, প্রধানত পরিষ্কার আকাশ থাকবে, দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্ট কমবে যার ফলে হালকা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন করে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হতে পারে বলে মনে করা হচ্ছে।

By P.Ghosh
Update: 09:30 PM IST
14/10/2019

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......