শীতের বিদায়ে কি সত্যিই বিলম্ব হতে পারে !!? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর ?বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন 👉 - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, January 23, 2024

শীতের বিদায়ে কি সত্যিই বিলম্ব হতে পারে !!? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর ?বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন 👉

নিজস্ব সংবাদদাতা: আজও এই মরশুমের ফের শীতলতম দিন রেকর্ড হয়েছে!
আজ সকালে শহর কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম)! কলকাতার উপকণ্ঠে অন্যতম অতি পরিচিত শীতের শহর উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত উত্তর ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯.০ ডিগ্রি সেলসিয়াসে ! অন্যদিকে আজ দমদমের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস !
অপরদিকে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলোতে তীব্র ঠান্ডায় নাজেহাল অবস্থা ।
পুরুলিয়া তাপমাত্রা নেমে এসেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে! ওদিকে দার্জিলিং পাহাড়ের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হয়েছে 3.8 ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গের পাহাড়ের সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলো তীব্র ঠান্ডায় পারদ পতনের দিক দিয়ে রীতিমতো একে অপরকে টেক্কা দিতে শুরু করেছে!
তবে আগামী ২৪ ঘন্টায় এই আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে চলেছে; যেহেতু আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরে হাওয়ার পরিবর্তে আগামী ২৪ ঘন্টায় দক্ষিন বঙ্গের বেশ কিছু জেলায় পূবালী হাওয়া প্রবেশ করতে পারে এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে !
কিন্তু এই বায়বীয় গুলো গোলযোগ দুর্বল হয়ে যাওয়ার পরেই দক্ষিণবঙ্গে আরো একবার সকালে ও রাতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিশেষে জানানো হচ্ছে যে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, এই বছরে শীত স্বাভাবিক সময় অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি অথবা তার পরবর্তী সময়ে বিদায় নিতে পারে বলে মনে করা হচ্ছে। সুতরাং, এক কথায় বলা যায় যে, এই বছরে বাংলা থেকে শীত বিদায়ের ক্ষেত্রে কিছুটা হলেও বিলম্ব হতে পারে!
Date : 23/01/2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......