আলোর উৎসবে বৃষ্টিপাতের আশঙ্কা, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, October 21, 2019

আলোর উৎসবে বৃষ্টিপাতের আশঙ্কা, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ



ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আলোর উৎসব এর আগেই নিম্নচাপের ভ্রুকুটি। বাধ সাদার সম্ভাবনা আলোর উৎসবে।
দুর্গা পুজোতে বৃষ্টি পিছু ছাড়েনি, ষষ্ঠী সপ্তমী তে বৃষ্টিপাত কম হলেও নবমী এবং দশমীতে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক মাত্রায় হয়েছে। 
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে এক সপ্তাহ হয়ে গেল। তারি সাথে সাথে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে ভারতের অধিকাংশ রাজ্যগুলিতে।
তারই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টির সময় কাল শুরু হয়ে গেছে। সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ গুলি সৃষ্টি হয় তা পরবর্তীকালে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে।
আর সেই আশঙ্কাই এখন দাঁড়া বাজছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে।
আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে নিম্নচাপ টি শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।


বর্তমানে নিম্নচাপ টির গতি প্রকৃতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূল উপরের দিকে উঠে পশ্চিমবঙ্গের কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে।
যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ যত শক্তি বৃদ্ধি করবে বৃষ্টিপাত এবং দুর্যোগের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ততই বৃদ্ধি পাবে। 
চলতি সপ্তাহের শেষের দিকে বাঙালির অন্যতম আরেকটি উৎসব, আলোর উৎসব কালীপুজো। আরসি পুজো কে কেন্দ্র করে মানুষের তৎপরতাও তুঙ্গে। এমত অবস্থায় ফের নিম্নচাপের ভ্রুকুটি আশঙ্কা তৈরীর কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিম্নচাপ যদি ক্রমশ শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসে তাহলে, চলতি সপ্তাহের শেষের দিকে এবং কালী পূজোর সময় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে নিম্নচাপের গতিবিধির ওপর সর্বদা নজর রাখা হচ্ছে। এখন দেখার বিষয় নিম্নচাপের গতিবিধি কি হয়।
অপরদিকে আরব সাগরে খুব শীঘ্রই একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সেই দিকেও নজর রাখা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত আরও তথ্য জানতে নজর রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কে।

By P.ghosh 
Update: 01:10 pm IST
21/10/2019

1 comment:

  1. Yes this was last year. Very bad situation we faced. To stay update with latest news from all over the world in bengali please visit Keykhabor

    ReplyDelete