রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ক্রমশ শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, October 22, 2019

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ক্রমশ শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ।



নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে। যা ক্রমশ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যার প্রভাব পড়তে শুরু করে দিয়েছে সমগ্র ভারতের পূর্ব উপকূলে ভর্তি অঞ্চলে এবং আশপাশের বিভিন্ন অঞ্চলে।
বর্তমানে নিম্নচাপটি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে।
 যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। 
আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল অতিক্রম করবে।

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল অতিক্রম করার পর সে উপকূলবর্তী অঞ্চল এর উপর দিয়ে উড়িষ্যা হয়ে চলতি সপ্তাহের শেষের দিকে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের আকারে।


এর প্রভাবে সমগ্র ভারতের পূর্ব উপকূল বরাবর ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ জুড়ে।

বিশেষত পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যার মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। 
ওই তিন দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
নিম্নচাপের কারণে আকাশ প্রধানত মেঘলা থাকবে, তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলের প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করিয়ে দিয়ে যাবে এই নিম্নচাপ।
তাই দক্ষিণবঙ্গে এখন শীতের আশা না করাই ভালো।

অপরদিকে, পূর্ব মধ্য আরব সাগর ও তত্সংলগ্ন কর্ণাটক উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যা পরবর্তীকালে ঘূর্ণিঝড় "কায়ার" পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সমস্ত রকম আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হচ্ছে যে এই ঘূর্ণিঝড় খুবই শক্তিশালী হবে এবং সমগ্র ভারতের আবহাওয়া এবং বায়ুপ্রবাহের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিম সর্বদা এই সিস্টেমের দিকেও নজর রাখছে।

আরো বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কে।

By P.Ghosh
Update: 02:00 PM IST
22/10/2019



No comments:

Post a Comment