ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে কলকাতা থেকে ৮৬৮ কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে ৭৬৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে, সাগরদ্বীপ থেকে ৭৬২ কিলোমিটার দক্ষিনে, গোসাবা থেকে ৮২১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
ইতিমধ্যে ঘূর্ণিঝড় বুলবুলের বাতাসের গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যার সর্বোচ্চ দমকা হাওয়া হিসেবে ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের বায়ুর চাপ ৯৯৪ মিলিবার। এবং ঘূর্ণিঝড়ের আশপাশের প্রায় সমস্ত অঞ্চলে সমুদ্র খুবই উত্তাল।
ঘূর্ণিঝড় টি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরো শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তীকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় বুলবুল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় উত্তর দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এসে পৌঁছবে আগামী ১০ তারিখের মধ্যে।
এর ফলে উত্তর ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি ক্রমশ খারাপ হবে। এর ফলে ঐ সমস্ত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যায় সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পাবে।
সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবী থেকে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত।
ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে, আগামী শুক্রবার এর পর থেকে আবার পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। ঘূর্ণিঝড় বুলবুল উপকূলের খুব কাছে চলে আসার ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ঝড় এবং বৃষ্টির দাপট ক্রমশ বৃদ্ধি পাবে। ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে পারে।
ঘূর্ণিঝড় বুলবুল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে এবং তার গতিবিধির ওপর নির্ভর করবে আগামী দিনে পশ্চিমবঙ্গে এবং কলকাতার আবহাওয়া পরিস্থিতি কতটা কেমন থাকবে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে সমস্ত রকমভাবে আবহাওয়া পরিস্থিতি উপর সর্বদা নজর রাখা হচ্ছে।
আরো বিস্তারিত আবার প্রকাশ পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে।
By P.Ghosh
Update: 10:30 AM IST
07/11/2019
No comments:
Post a Comment