( চিত্র : বিধিচন্দ্রপুর, গড় ভবানীপুর, হাওড়া)
[চিত্র গ্রহনে : অর্ঘ্য বটব্যাল, আমতা, হাওড়া]
উচ্চচাপ বলয়ের প্রভাবে মেঘ ঢুকছিল বেশ কিছু দিন যাবৎ। এখনো তার রেশ রয়ে গেছে।
জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে কখনো কখনো আকাশে মেঘ দেখা যাচ্ছে। সকালের দিকে হেজ অথবা কোথাও কোথাও কুয়াশা হচ্ছে। কিন্তু তার সত্বেও সোমবার থেকে উষ্ণতা
কমেছিল শনিবার ও রবিবারের তুলনায় কিছুটা
উচ্চচাপ বলয় দুর্বল হয়ে পড়ায় বেশ কিছুটা।
বর্তমানে একটি শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের কাছে আছে। এর প্রভাবে তুষারপাত ও বজ্রবৃষ্টি হবে জন্মু ও কাশ্মীর, লে
লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডে ৪৮-৭২ ঘন্টায়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম ভারতে একটি অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত সম্পূর্ণ ভাবে তৈরি হতে যাচ্ছে। এর প্রভাবে রাজস্থান, পাঞ্জাব
, হরিয়ানা , উত্তরপ্রদেশে ব্যাপক ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে ৭২ ঘণ্টার মধ্যে। পশ্চিমীঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত কিছুটা এগিয়ে এলে ১৩-১৪ তারিখ নাগাদ ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে। ১৩-১৫ তারিখের মধ্যে এর প্রভাবে উত্তর বঙ্গে বৃষ্টি হতে পারে। কালিম্পং,সিকিম, কার্শিয়াং, মিরিক, দার্জিলিং, আলিপুর ডুয়ার্স,
লাভা, লোলেগাও , রিশপ , জলপাইগুুড়়ি, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বেশ কিছু জায়গায় হালকা থেকে কয়েকটি অঞ্চলে মাঝারি/ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আকাশ আংশিক মেঘলা বা সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। উচ্চ স্থানে তুষারপাত/ তুষার মিশ্রিত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘন্টায়। কারণ ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝা উত্তরে বাতাসের প্রবাহকে রোধ করে দেবে। পক্ষান্তরে সমুদ্র থেকে জলীয় বাতাস ঢুকতে পারে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কুয়াশা হতে পারে সকালের দিকে। মধ্যবঙ্গে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। ১৫ তারিখের পর রাজ্যে পাকাপাকি ভাবে আসতে চলেছে শীত।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় পশ্চিমীঝঞ্ঝা এর প্রভাব পড়েছে। কোথাও কোথাও আকাশ মেঘলা রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ভাবে আসবে পশ্চিমীঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আরো ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে। ফলে উত্তর পশ্চিম ভারতে মেঘের সঞ্চার হচ্ছে। আরো হবে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে।
আরবসাগরে গভীর নিম্নচাপ বর্তমানে দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১১.১২.১৯
No comments:
Post a Comment