ধেয়ে আসছে ব্যাপক ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমীঝঞ্ঝা ভারতের কাছে এসে গেছে। এর প্রভাবে হিমাচল, জন্মু, কাশ্মীর, উত্তরাখণ্ডে তুষারপাতের পরিমান বাড়বে ৪৮ ঘন্টায়। এই ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১-১৪ তারিখের মধ্যে। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে ১৩-১৫ তারিখের মধ্যে। বঙ্গের জলপাইগুুড়়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুর ডুয়ার্স, উত্তর দিনাজপুর, মালদা টাউন সহ একাধিক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৩-১৫ তারিখের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে ওই সময়ে। তাপমাত্রা বৃদ্ধি পাবে।
বর্তমান চিত্র থেকে বলা যায় পশ্চিমীঝঞ্ঝা আফগানিস্তান ও সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থিত। এর প্রভাবে আগামী ৭২ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে ব্যাপক তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি উচ্চ চাপ বঙ্গোপোসাগরে আছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘ ঢুকছে। তাপমাত্রা তেমন কমেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও বাাড়়তে পারে তাপমাত্রা।
আগামী ১৫ ডিসেম্বর এর পর শীত আসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ২০ তারিখের মধ্যে অনেকটা নামতে পারে পারদ। তবে ৫ দিন তাপমাত্রা তেমন নামতে পারবে না। বরং ১২ তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ:১০.১২.১৯
No comments:
Post a Comment