( SATELLITE: IMD Colour composite, Design : Argho Batabyal. 13 Dec, 2019)
একটি শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত ও সংলগ্ন এলাকায় অবস্থিত। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরভারত ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে । এর প্রভাবে গতকাল ভালোরকম বৃষ্টি ও তুষার
পাত পেয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক অঞ্চল। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক অঞ্চল। বর্তমানে ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থিত। অক্ষরেখাটি বিহার পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিস্টেমটি আরও পূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুুড়়ি, কোচবিহার, আলিপুর ডুয়ার্সে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ড, বিহারের কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এই সিস্টেম আগামী ১৫ তারিখের পর পুরোপুরি কেটে গেলে ১৬-২০ তারিখের মধ্যে ব্যাপক ঠান্ডা পড়তে পারে। সর্বোনিম্ন উষ্ণতা ১১°সেলসিয়াস থেকে ১৪° সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় সিকিম ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তুষারপাত বা তুষার মিশ্রিত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। সকালের দিকে কুয়াশা হতে পারে। সূর্যের আলো ম্লান থাকতে পারে। সোমবার/ মঙ্গলবার থেকে ঠাণ্ডা আবার বাড়তে শুরু করবে।
Forecast by : A. Batabyal.
P. Ghosh.
D. Majumder.
K. Patra.
S.D. Ghosh.
S.Banerjee.
R. Bhagat .
Date : 13.12.19
No comments:
Post a Comment