মেঘলা আকাশের সাথে হতে পারে বৃষ্টি সেই সম্ভাবনাই আপাতত পাওয়া যাচ্ছে ৭২ ঘণ্টার মধ্যে। পাকিস্তান ও সংলগ্ন এলাকায় একটি অতি শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা তৈরি হয়েছে। এর প্রভাবেই চলেছে তুষারপাত ও বৃষ্টি। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে সঙ্গে উচ্চ পার্বত্য অঞ্চলে চলবে তুষারপাত। এর মধ্যেই উধাও হয়ে গেছে উত্তর পশ্চিমা বাতাস। তার জায়গায় বয়ে আসছে দক্ষিণা আদ্র বাতাস। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে মেঘ যেমন ঢুকছে তেমনি বাড়ছে আদ্রতা। বাড়ছে তাপমাত্রা। ১৩-১৪ তারিখ নাগাদ বৃষ্টি বলয়টি পূর্ব দিকে আরো সরে এলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মধ্যবঙ্গে আকাশ মেঘলা থাকবে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকে মেঘ তৈরি করবে। তাই আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে।
শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে নীল রঙের এলাকার মধ্যে। এই সিস্টেম আরো এগিয়ে এলে বৃষ্টি হতে পারে মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু জায়গায়। এই সিস্টেম বর্তমানে
যথেষ্ট পরিমানে শক্তিশালী। আশা করা যায় আগামী ১৫ তারিখের পর রাজ্যে পাকাপাকি ভাবে আসতে চলেছে শীত।
No comments:
Post a Comment