৪৮ ঘন্টায় ভয়াবহ ঠাণ্ডা কলকাতা ও সংলগ্ন এলাকায় সঙ্গে পশ্চিমে শৈত্যপ্রবাহের সতর্কতা । - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 19, 2019

৪৮ ঘন্টায় ভয়াবহ ঠাণ্ডা কলকাতা ও সংলগ্ন এলাকায় সঙ্গে পশ্চিমে শৈত্যপ্রবাহের সতর্কতা ।

অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জাকিয়ে কামড়
দিয়েছে শীত। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা নেমে যেতে পারে ১০-১১° সেলসিয়াসে। সঙ্গে
তেমনি থাকবে উত্তরে বাতাস। পশ্চিমাঞ্চলের
কিছু জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে ৮° সেলসিয়াসের নীচে। আগামী রবিবার পর্যন্ত ভালো ঠাণ্ডার আমেজ। তবে ৪৮-৭২ ঘন্টায় ভয়াবহ ঠাণ্ডা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, প মেদিনীপুরের বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে ১০° সেলসিয়াসের অনেক নীচে। ফলে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। আগামী ৪৮ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে তুষারপাত ও বৃষ্টি হতে পারে। 
বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মধ্যপ্রদেশের নানা জায়গায় ৪৮ ঘণ্টা বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।
উত্তরবঙ্গে মারাত্মক ঠাণ্ডার সতর্কতা ওই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ থাকবে প্রধানত পরিষ্কার। কখনো কখনো হেজি হতেও পারে।
সকালের দিকে কুয়াশা হলেও হতে পারে কয়েকটি অঞ্চলে। বর্তমানে ওই সমস্ত অঞ্চলে বয়ে যাচ্ছে মারাত্মক অতি শীতল উত্তরে বাতাস
। ফলে তাপমাত্রা আরো নামতে পারে ৪৮ ঘণ্টায়। তবে ২৩-২৪ তারিখ নাগাদ উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করবে। ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা ও আসেপাশের এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে ও বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে এব্যাপারে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।
চিত্রে দেখা যাচ্ছে ২১/২২ তারিখ পর্যন্ত ভালো ঠাণ্ডার অনুুূুভূত হবে। ২৩-২৭ তারিখের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৬-১৮°সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ২৮ তারিখ থেকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
সহযোগিতায়: আবহাওয়াবিদ দেবজিত মজুমদার ও প্রসূন ঘোষ।
তারিখ: ১৯.১২.১৯ ।

No comments:

Post a Comment