উষ্ণতা নামল ৬°সেলসিয়াসের ঘরে। প্রবল ঠাণ্ডা - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, December 20, 2019

উষ্ণতা নামল ৬°সেলসিয়াসের ঘরে। প্রবল ঠাণ্ডা

উত্তরে বাতাসের খেলা রাজ্যজুড়ে। বয়ে যাচ্ছে প্রবল শৈত্যপ্রবাহ। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম প্রভৃতি জায়গায় উষ্ণতা নেমেছে ৬° সে থেকে ৯° সেলসিয়াসের মধ্যে। বাঁকুড়ার তাপমাত্রা ৮° সেলসিয়াস। পুরুলিয়া আজ ৭° সেলসিয়াসের ঘরে। বীরভূমের তাপমাত্রা নেমে হয়েছে শ্রীনিকেতনে ৬.৯° সেলসিয়াস যা এ মরশুমের দক্ষিণবঙ্গের সর্বোনিম্ন তাপমাত্রা। পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে প্রবল শৈত্যপ্রবাহ। আকাশ পরিষ্কার। এই পরিষ্কার আবহাওয়ায় তাপ বিকিরণ দ্রুত হচ্ছে
পাশাপাশি শীতল বাতাসের দাপটে বয়ে যাচ্ছে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াসের আশেপাশে। ফলে পূর্বাভাস মতোই মরশুমের ভয়ঙ্কর শীতলতম দিন আজকে। 
একটি পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে এসেছে।
ফলে উচ্চ হিমালয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। মধ্য ও উত্তর পূর্ব ভারতে কুয়াশা সৃষ্টি হচ্ছে যা ঘন কুয়াশা। আরবসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
আগামী ২২ তারিখ বা তার পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। ২৫-২৭ তারিখের মধ্যে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। উচ্চচাপ বলয় ও অপর একটি সিস্টেমের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ও মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হচ্ছে।
বিস্তারিত আপডেট পরে জানিয়ে দেওয়া হবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
সহায়তা: প্রসূন ঘোষ ও দেবজিত মজুমদার।

No comments:

Post a Comment