অবশেষে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রবল শৈত্য প্রবাহ চলছে। অধিকাংশ জেলাগুলিতে গত ৭২ ঘন্টা ধরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকছে।
রাজ্যের অধিকাংশ জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে ৪° সেলসিয়াস এবং ৫° সেলসিয়াস কমে গেছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৩° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫° সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২° সেলসিয়াস কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ° সেলসিয়াস।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার ফলে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূতি ক্রমশই বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় পার্বত্য অঞ্চলে আছড়ে পড়ার ফলে, শীতল উত্তরের বাতাস কে শক্তিশালী করেছে। তাই এই উত্তরের বাতাস এর প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গের শীতের তীব্রতা এত বৃদ্ধি পেয়েছে।
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অপর একটি উল্লেখযোগ্য পার্বণ হল বড়দিন। তাই আগামী ২৫ শে ডিসেম্বর কলকাতাসহ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়ে বহুকাঙ্খিত বাঙালি।
এই শীতের আমেজ কি বজায় থাকবে আগামী ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিনেও ?
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হচ্ছে,
আগামী ২৪ ঘণ্টা পর থেকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে কলকাতার এই হাড় কাঁপানো শীত কিছুটা হলেও কমতে পারে আগামী ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন। ২৫ শে ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭° সেলসিয়াস এর আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪° সেলসিয়াসে আশপাশে থাকবে।
তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পাওয়ায় দিনের বেলা শীতের অনুভূতি পাওয়া যাবে, এবং আকাশ থাকবে আংশিক মেঘলা।
দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে আগামী ৭২ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পাবে। তাই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আগাম কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে তাই জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হচ্ছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে, ঐদিন রাতে সর্বনিম্ন তাপমাত্রা ও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি মোটের উপর শান্ত থাকবে এবং আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বড়দিনে ভালো রকম শীত অনুভূত হবে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে ২৬ শে ডিসেম্বর সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা উল্লেখ করা হচ্ছে। এবং আকাশ থাকবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন।
তাই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে ২৫ শে ডিসেম্বর বড়দিনের দিনস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি থাকলেও, পরের দিন ২৬ শে ডিসেম্বর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
By Senior Meteorologist
P.ghosh
Update: 10:30 PM IST
21/12/2019
No comments:
Post a Comment