রাজ্যের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঝঞ্ঝা। বাড়ছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উধাউ শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 08, 2019

রাজ্যের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঝঞ্ঝা। বাড়ছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উধাউ শীত।

ক্রমেই ধেয়ে আসছে অতি শক্তিশালী ঝঞ্ঝা রাজ্যের দিকে। আগামী ১০-১৫ তারিখের মধ্যে এর প্রভাবে কোথাও কোথাও বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি বা কখনও কখনও ভারী বৃষ্টি হতে পারে। বর্তমানে সিস্টেমটি এখনো দূরে থাকায় এর প্রভাব তেমন পড়ছে না। কিন্তু ১০-১৩ তারিখের মধ্যে যখন ঢুকবে তখনই মালুম হবে এর ক্ষমতা। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের নানা জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এই সমস্ত রাজ্যের দিকে ধেয়ে আসছে ঝঞ্ঝা। বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গেও এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই সময় উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির / কুয়াশার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে প্রধানত মেঘলা হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি ঝঞ্ঝাটি সমতলের দিকে আরো নেমে আসে তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। 
আপাতত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ
উত্তরবঙ্গ, আসাম , মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল ও মধ্যপ্রদেশের নানা জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হালকা বৃষ্টি হতেই পারে। অন্যদিকে বঙ্গোপোসাগর/ নিরক্ষীয় ভারত মহাসাগরে নিম্নচাপ/ সুষ্পষ্ট নিম্নচাপ/ গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ১৪-১৮ ডিসেম্বরের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৮.১২.১৯
সময়: ৪.০০ (বিকাল)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......