টাইফুন কাইমুরির পরিত্যক্ত অংশ দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন অংশে পড়তে পারে। কিন্তু তারপর ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 07, 2019

টাইফুন কাইমুরির পরিত্যক্ত অংশ দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন অংশে পড়তে পারে। কিন্তু তারপর ??

                        ( চিত্র : সংগৃহীত )
পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুন কাইমুরি তছনছ করেছে ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল।
এই ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঝঞ্ঝা হিসাবে দক্ষিণ চীন
সাগরে অবস্থান করছিল। বর্তমানে সিস্টেমটি আরও দুর্বল হয়ে অবস্থান করছে দক্ষিণ চীন সাগর ও সংলগ্ন এলাকায়। আরো দুর্বল হয়ে সিস্টেমটি দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর বা নিরক্ষীয় ভারত মহাসাগরে পড়তে পারে। এবং শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অথবা শক্তিশালী ঘূর্ণাবর্ত হিসাবে অগ্রসর হতে পারে। পূবালী বাতাসের ধাক্কায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । এর প্রভাব তামিলনাড়ু, শ্রীলঙ্কা বা দক্ষিণ অন্ধ্রপ্রদেশে পড়তে পারে। আবার কাইমুরির পালস ঘূর্ণিঝড় নাকরির মতো সাধারণ অক্ষরেখার সঙ্গেও মিশে যেতে পারে। তবে বঙ্গোপোসাগর অতিক্রম করে আরবসাগরে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
বর্তমানে সিস্টেম সাউথ চায়না সি ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে সাধারণ লো প্রেসার
হিসাবে। আগামী ২৪ ঘন্টায় আরও দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। এবং ধীরে ধীরে অগ্রসর হতে পারে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
সময়: ৭.৩০ মিনিট

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......