(চিত্র : অর্ঘ্য বটব্যাল, আমতা, হাওড়া)
রাতের আকাশে মেঘ ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। উধাউ উত্তরে বাতাসের দাপট। তাহলে কী শীত আবার অস্ত গেল ? এ প্রশ্ন এখন সকলের। গতকাল জাকিয়ে ঠাণ্ডা ছিল।
কিন্তু আজ আবার দাঁড়িয়ে গেছে পারদ। তাহলে কী শীতের পিকনিক, কমলালেবু , ও পিঠে পুলির মধ্যে দিয়ে সেই ভাবে শীতের আমেজকেও দীর্ঘ মেয়াদী উপভোগ করা যাবে না ?? উত্তর হল এখন আর আপাতত নয়। আগামী ৪৮ ঘণ্টা তো নয়ই। কারণ শীতকে আটকে দিয়েছে দুদিকের অসুর এই মুহূর্তে। আর এক অসূর আসবে ১০ তারিখ নাগাদ। যার জন্য কম করে তিন চারদিন আবার শীত আটকালেও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাকিয়ে শীত পড়বে আবার সপ্তাহখানেকের জন্য।
উত্তর বঙ্গোপোসাগরে তৈরি হয়েছে একটি উচ্চ চাপ বলয় যা সাগরের জলীয় বাষ্প ও বাতাস প্রবেশ করাচ্ছে বঙ্গে। এর ফলে সন্ধ্যা বেলায় মেঘ দেখা যাচ্ছে আংশিক ভাবে। অন্যদিকে আরবসাগরের মেঘমালার একটি অংশ পশ্চিম মধ্য ভারতে westerlies এর প্রভাবে ঢুুুুুুকেছে। এর ফলে ওই সমস্ত অঞ্চলে হিমেল হাওয়া রোধ
পাচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। বরং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বা কুয়াশা হতে পারে।
আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছিল ১১°সেলসিয়াস। আজ তা হয়েছে ১২.৪° সেলসিয়াস। সকল জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮-৭২ ঘণ্টা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পরিষ্কার হলে৫৫ও অপরিচ্ছন্ন হতে পারে বা খণ্ড খণ্ড মেঘমালা দেখা যেতে পারে। কুয়াশা হতে পারে।
গত চারদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও আজ সর্বোনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কলকাতায়। বৃষ্টি হয়়নি।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৫.১২.১৯
সময়:১০.০০(রাত)।
No comments:
Post a Comment