প্রথমেই ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে আমি অর্ঘ্য বটব্যাল জানাই সকল সদস্য ও অনুরাগীদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
সদ্য পুরানো বছরের দিকে নজর দিলে দেখা যায় ২০১৯ সাল বেশ কিছু ভয়ঙ্কর দুর্যোগ সহ একাধিক আবহাওয়া পরিস্থিতি ও তার পরিবর্তনের সাক্ষী হয়ে আছে। বঙ্গোপসাগরে ২০১৯ সালে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছে। একটি হল অতি বিধ্বংসী ঘূর্ণিঝড় ফনী। যেটি ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল মে মাসের ৩ তারিখ নাগাদ। অপরটি হল ঘূর্ণিঝড় বুলবুল। যেটি সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে
আঘাত হেনেছিল নভেম্বর মাসে।
এছাড়া প্রদত্ত বছরে (২০১৯) জলবায়ু গত চরমতা বিগত বছরগুলোর তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সহ নানা জায়গায় তাপপ্রবাহের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বাড়ছে বিভিন্ন স্থানে সর্বোচ্চ গড় তাপমাত্রা। মৌসুমী বায়ুর আগমন স্বাভাবিক সময়ের থেকে ১০ দিন দেরী করে কলকাতায় প্রবেশ করেছে ২০১৯ সালে। এবং বর্ষার প্রকৃতি বেশ কিছুটা ভিন্ন ২০১৯ সালে। প্রথম দিকে উত্তরবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ওড়িশায় যথেষ্ট পরিমানে বৃষ্টি হয়েছে তার তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম বৃষ্টি হলেও শেষদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমান বেশি হয় বর্ষা সক্রিয় হয়ার কারণে। ২০১৯ সালে উত্তর পশ্চিম ভারতে ডিসেম্বর মাসের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা রেকর্ড পরিমানে নেমে যাায় । এর প্রভাবে মধ্য ও পূর্ব ভারতের দিকে নেমে আসে হিমশীতল উত্তরে বাতাস। সামগ্রিক ভাবে উল্লেখযোগ্য মাত্রায় ঠাণ্ডা পড়়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যদিও শীতের প্রথম দিকে একের পর এক শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত করার জন্য ও উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত তৈরি হয়ার ফলে শীতের দাপট কম থাকলেও পরে উত্তর পশ্চিম ভারত থেকে জাকিিয়়ে উত্তরে বাতাস নেমে আসায় উষ্ণ শীতের তকমা বেশ কিছুটা ঘুুচে যায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে। ২৮ ডিসেম্বর নাগাদ পুুরুলিয়ার বেশ কিছু জায়গায় গ্রাউন্ড ফ্রস্ট দেখা যায়। এবছরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বঙ্গোপোসাগর থেকে আরবসাগর বেশি সক্রিয় থাকা। ঘূর্ণিঝড় কায়ার, মহা , পবন ও একাধিক শক্তিশালী ক্রান্তীয় ঝঞ্ঝা পোস্ট মনসুন সিজেনে তৈরি হয়। পজেটিভ ইণ্ডিয়ান ওশেন ডাইপোল , নিরপেক্ষ এলনিনো ,সমুদ্র জলতাপমাত্রা ও এম জে ও এর প্রভাবে পর পর সিস্টেম তৈরি হয়েছে আরবসাগরে ২০১৯ সালে।
পুরানো বছরের পাশাপাশি নতুন বছরের প্রথম দিন কেমন থাকবে দেখে নেওয়া যাক। ১ জানুুয়ারী আকাশ প্রধানত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা ও আসেপাশের এলাকায়। ২ জানুুয়ারী থেকে ৪ জানুুয়ারী পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়়বৃৃৃৃষটি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নানা জায়গায় ঝড়বৃষ্টির/ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
🌟 পূর্বাভাস শেষ করা হচ্ছে নতুন বছর সকল সদস্যদের ও অনুরাগীদের ভালো কাটুক এই কামনা করে ।
🛑 পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
⭐ তারিখ: ১.১.২০২০
🌎 সময় : ১২.০৫ ( রাত )।
No comments:
Post a Comment