বাড়ছে পারদ কলকাতায়। ঝঞ্ঝা , অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে কি আবার বৃষ্টি হবে ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, January 16, 2020

বাড়ছে পারদ কলকাতায়। ঝঞ্ঝা , অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে কি আবার বৃষ্টি হবে ??

উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা ও ঝঞ্ঝার সঙ্গে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। অন্যদিকে পশ্চিম মধ্য ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হয়েছে। যার প্রভাবে ২৪-৪৮ ঘণ্টায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের রাজ্য গুলিতে। হতে পারে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে তুষারপাত। ২৪-৪৮ ঘণ্টা পর এই সিস্টেম গুলি পূর্ব দিকে সরে আসবে এর ফলে বিহার, পূর্ব উত্তরপ্রদেশ , ঝাড়খণ্ড ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ ও  বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮-২০ তারিখের মধ্যে। এই সমস্ত সিস্টেমের প্রভাবে আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তাপমাত্রা তেমন হেরফের হবে না। বরং বৃদ্ধি পেতে পারে। 
১৭-১৯/২০ জানুুয়়ারীর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কুয়াশার/ হেজের সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা হতে পারে। ১৮-২০ তারিখের মধ্যে উচ্চচাপ বলয় ও বায়়ু সম্মিলনের প্রভাবে কুয়াশা হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে । তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ১৯ তারিখ পর্যন্ত নেই। সর্বনিম্ন উষ্ণতা থাকতে পারে ১৪-১৭° সে এর মধ্যে। কলকাতার আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা। হেজ ও কুুয়়াশার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টায়। তবে  জানুয়ারির শেষ সপ্তাহে ভালো ঠাণ্ডা আবারো ঘুরে আসতে পারে। এবিষয়ে পর্যবেক্ষণ চলেছে। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। তবে জাঁকিয়ে শীত আপাতত ৭২ ঘণ্টা নয়। মনোরম  ও কিছু উষ্ণ আবহাওয়া থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে সিকিম সংলগ্ন এলাকায়  মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে ১৭-১৯ তারিখের মধ্যে। তুুষারপাত হতে পারে কোথাও কোথাও সিকিম ও সংলগ্ন এলাকায়। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
তারিখ ১৬.১.২০
সময় : ১ টা ( দুপুর ).

No comments:

Post a Comment