৭২ ঘণ্টায় বঙ্গের আবহাওয়া,উষ্ণতা ও বৃষ্টিপাত সম্পর্কে জানুন বিস্তারিত। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 18, 2020

৭২ ঘণ্টায় বঙ্গের আবহাওয়া,উষ্ণতা ও বৃষ্টিপাত সম্পর্কে জানুন বিস্তারিত।

উত্তর পশ্চিম ভারতে থাকা পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের নানা জায়গায় তুষারপাত ও বৃষ্টি হয়েছে ৪৮ ঘন্টায়। অপর দিকে একটি ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ৪৮ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু সমতল অঞ্চলে বজ্রবৃষ্টি/শিলাবৃষ্টি / সাধারণ বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি কখনো মাঝারি থেকে ভারী। উত্তরপ্রদেশ , উত্তরাখণ্ড, উত্তর মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ নানা জায়গায় বৃষ্টি হয়েছে। বর্তমানে সিস্টেমটি উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসায় হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ, সিকিম, পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারে মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টি হয়েছে। ২৪-৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা ও মেঘাচ্ছন্ন আকাশের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায়। বিহার ও উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে। অন্যদিকে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা কর্ণাটক পর্যন্ত বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ পূর্ব মধ্য ভারতের রাজ্যগুলোর মধ্যে দিয়ে। অন্যদিকে একটি উচ্চচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। যা জলীয় বাষ্পকে অক্ষরেখার দিকে পাঠাচ্ছে ও নিক্ষেপ করেছে স্থলভাগের দিকে। এরপ্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। সকালের দিকে কুয়াশা বা হেজ তৈরি হতে পারে। ঝাড়খণ্ড, ছত্তিশগড় , পূর্ব মধ্যপ্রদেশে অক্ষরেখা ও উচ্চচাপ বলয়ের প্রভাবে আগত আদ্রবাতাসের প্রভাবে ৪৮ ঘণ্টার মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারবে না ৪৮ ঘণ্টায়। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে ১৯ তারিখ রাত থেকে ২০ তারিখ সকালেও মেঘাচ্ছন্নতা কিছুটা বাড়়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। ৪৮-৭২ ঘণ্টায় কলকাতায় সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৭° সে এর মধ্যে। মৃৃদু উষ্ণ ও কিছু আদ্র পরিস্থিতি থাকতে পারে। ২০ তারিখ রাত থেকে শীত বাড়়তে পারে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
সহায়তা: দেবজিত মজুমদার।
তারিখ: ১৮.১.২০ 

No comments:

Post a Comment