পূর্বাভাস মতোই কাল মধ্যরাতের পর থেকে একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। যদিও কাল বিকালে কোলকাতা ও সংলগ্ন এলাকায় কিছু বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘলা। আজ ৩ জানুয়ারী বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এই বৃষ্টির পর আবার পারদ নামার সম্ভাবনা তৈরি হয়েছে। ৫-৭ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। সকালে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে প্রধানত পরিষ্কার থাকবে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০-১২° সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নামতে পারে ৭-১০° সে এর মধ্যে। উত্তরপ্রদেশ , ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী পর্যায়ে তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূবালী বাতাস ও মধ্যস্তরের পশ্চিমা বাতাসের সংঘর্ষে বৃষ্টি হবে ঝাড়খণ্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আসেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী পর্যায়ে তার প্রবণতা কমে যাবে। কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। পরবর্তী সময়ে আবার বাড়তে পারে শীতের দাপট দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে দুর্যোগ হচ্ছে। চিত্রে দেখা যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব মধ্য ভারতের উপর। দুটি অক্ষরেখার একটি রয়েছে ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। অপরটি বঙ্গোপোসাগরের উপর। এর প্রভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে ।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ৩.১.২০১৯ ।
No comments:
Post a Comment