🌤️ আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে বঙ্গে ও সাথে আসছে কাঁপিয়ে শীত ৪৮ ঘণ্টার মধ্যে।🌤️ - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 04, 2020

🌤️ আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে বঙ্গে ও সাথে আসছে কাঁপিয়ে শীত ৪৮ ঘণ্টার মধ্যে।🌤️

অদিনের বৃষ্টিতে জেরবার বঙ্গবাসী। ঘূর্ণাবর্ত , অক্ষরেখা ও বায়ু সম্মিলনের প্রভাবে ৩ তারিখ দিনভর বৃষ্টি হয়েছে। তবে আজ থেকেই আবহাওয়ার উন্নতি হতে চলেছে। ৪ তারিখ আকাশ সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকলেও কাল দেখা মিলতে পারে রোদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে । তবে আকাশ আংশিক মেঘলা থাকবে কাল। ৫ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার জাকিয়ে আসতে চলেছে শীত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০-১৩° সেলসিয়াসের মধ্যে। ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি পরবর্তী শীতলতা ও উত্তরে বাতাসের প্রভাবে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আবার জাকিয়ে ঠাণ্ডা অনুভব হবে। পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নামতে পারে ৮-১০° সেলসিয়াসের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। 
৪ জানুুুুয়ারী আকাশ সকালের দিকে কিছু মেঘাচ্ছন্ন হলেও পরে আংশিক মেঘলা থাকতে পারে। দেখা মিলতে পারে রোদের। ৫ ও ৬ তারিখ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। এবং নামবে তাপমাত্রা। ভালো শীত পড়বে ওই সময়ে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে সকালের দিকে  কোথাও কোথাও হেজ অথবা কুয়াশা হতে পারে।
৫ ও ৬ তারিখ নাগাদ তাপমাত্রা নামতে পারে কোলকাতায় ১০-১৩° সেলসিয়াসের মধ্যে। ৪ তারিখ রাত থেকেই তাপমাত্রা নামতে থাকবে কোলকাতা ও সংলগ্ন এলাকায়। আগামী ১০ তারিখের পর আরো ভয়ঙ্কর হতে পারে শীতের দাপট। মোট কথা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেঘ কেটে আসতে চলেছে শীতের আরেকটি ইনিংস। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৪.১.২০২০
রাত : ১ টা ।

No comments:

Post a Comment