বৃষ্টি বলয়ের প্রভাব কাটিয়ে আজ থেকেই রাজ্যে আসতে চলেছে জাঁকিয়ে শীত। বৃষ্টি পরবর্তী শীতলতা ও উত্তরে বাতাসের দাপট আজ থেকেই বাড়বে। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০-১২° সেলসিয়াসের মধ্যে। জলীয় বাষ্প শীতল বাতাসে ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করতে পারে কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। সকালের দিকে কাল হেজ বা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরে বাতাসকে নিজের দিকে আরো টানবে। ফল স্বরূপ শীত বাড়বে। অন্যদিকে দক্ষিণ ভারতে একটি ট্রাফ লাইন রয়েছে বলে উত্তর দিক থেকে আসা বাতাসের দাপট বাড়বে। আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খন্ডে কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাত হওয়ায় ঠাণ্ডার আমেজ বাড়বে ৪৮ ঘণ্টার মধ্যে। আগামী তিনদিন জাকিয়ে শীত থাকবে। ৮/৯ তারিখের আশেপাশে আবার সর্বোনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ওই সময়ে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৮-১০° সেলসিয়াসের মধ্যে। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলি কলকাতা সহ নানা জায়গায় জাকিয়ে পড়বে শীত ৭২ ঘন্টায়। সুতরাং সাবধানে থাকুন।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৫.১.২০২০
No comments:
Post a Comment