হাড় কাঁপানো ভয়ঙ্কর শীত সহ্য করতে হবে ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলোকে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, January 10, 2020

হাড় কাঁপানো ভয়ঙ্কর শীত সহ্য করতে হবে ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলাগুলোকে।

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের রেশ কাটতেই আজ রাত থেকে দাপিয়ে আসছে ঠাণ্ডা। কাল ও পরশু দুদিন ভয়াবহ শীতের সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০° সেলসিয়াস কলকাতায় বা তারও নীচে কাল অথবা পরশু। ১৩ তারিখ পর্যন্ত থাকবে দাপুটে ঠাণ্ডা কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক শীতলতা থাকবে ১৩ তারিখ পর্যন্ত। উত্তর পশ্চিম ভারতে এখন আর শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা নেই। এবং একটি উচ্চচাপ অবস্থান করছে। এর ফলে শীতল বাতাস আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ১৩ তারিখ নাগাদ একটি শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে । যার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতে গঠিত হতে পারে ১৩/১৪ তারিখ নাগাদ। ১৩/১৪ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রোধ হবে উত্তরে বাতাস। তবে ১৩ তারিখ সকাল পর্যন্ত জাকিয়ে ঠাণ্ডা থাকবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 
বর্তমান চিত্র থেকে দেখা যাচ্ছে ইরানের ওপর একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে
। এই ঝঞ্ঝা ১৩ তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতে গঠিত হবে ১৩ তারিখ। ফলে বায়ুপ্রবাহের পরিবর্তন হবে ১৩ তারিখ থেকে । ১৩/১৪ তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে কিছুটা। তবে ১৩ তারিখ সকাল পর্যন্ত ভয়ঙ্কর ঠাণ্ডা সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 
আকাশ থাকবে প্রধানত পরিষ্কার । বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা বা হেজ বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হলেও আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য এই পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ১৩-১৪ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গাঙ্গেয়পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। 
১১-১৩ তারিখ পর্যন্ত পূর্বাভাস সারণী থেকে বলা যায় বৃষ্টির সম্ভাবনা ১১-১৩ তারিখ পর্যন্ত কলকাতা ও আসেপাশের এলাকায় নেই। শীতল বাতাস যুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে। ভয়ঙ্কর শীতলতা থাকবে রাজ্যজুড়ে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০/১১ ° সেলসিয়াস বা তারও নীচে ৪৮ ঘণ্টার মধ্যে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ১০.১.২০।
সময়: রাত ৮ টা ।

No comments:

Post a Comment