আজ দেখতে ভুলবেন না উল্ফমুন চন্দ্রগ্রহণের স্বর্গীয় মনোরম দৃশ্য কলকাতার আকাশ থেকে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, January 10, 2020

আজ দেখতে ভুলবেন না উল্ফমুন চন্দ্রগ্রহণের স্বর্গীয় মনোরম দৃশ্য কলকাতার আকাশ থেকে।

২৬ ডিসেম্বর বলয়গ্রাস সূর্যগ্রহণের পর এবার ভারত সাক্ষী হতে চলেছে আরেক মনোরম সুন্দর গ্রহণের। এবার ভারত থেকে দেখা যাবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ খুবই সুন্দর ও মনোরম। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকেও পরিষ্কার দেখা যাবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। উপচ্ছায়া চন্দ্রগ্রহণের বিশেষত্ব হল চাদ পুরোপুরি পৃথিবীর ছায়া দ্বারা ঢাকা পড়ে না। তার জায়গায় উপচ্ছায়া অঞ্চল চাঁদের উপর পড়ায় চাঁদের আলো ম্লান হয়ে যায়। সাধারণত আমরা চন্দ্রগ্রহণকে প্রচ্ছায়া চন্দ্রগ্রহণ ও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ভাগে ভাগ করতে পারি। সাধারণত প্রচ্ছায়া চন্দ্রগ্রহণে পূর্ণগ্রাস ও আংশিক ভাগে ভাগ করা যায়। যে অঞ্চলে পৃথিবীর প্রচ্ছায়া সম্পূর্ণ ভাবে চাঁদের উপর পড়ে সেখানে পূর্ণগ্রাস প্রচ্ছায়া চন্দ্রগ্রহণ ও আংশিক অংশ চাঁদের পৃথিবীর প্রচ্ছায়া দ্বারা 
অধিকৃত হলে আংশিক প্রচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যায়। কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্রহণে চাদ পৃথিবীর উপচ্ছায়া অঞ্চল দ্বারা অধিকৃত হলে চাঁদের আলো ম্লান হয় বা অনুজ্জ্বল ছায়া যুক্ত লোহিত বর্ণ প্রাপ্ত হয়। চরমতম মুহুর্তে ম্লান বেশি লাগে। তৈরি হয় এক অত্যন্ত মনোরম দৃশ্য । চাঁদের আলোর তারতম্য হতে থাকে যত পৃথিবীর উপচ্ছায়া  দ্বারা চাঁদ ঢাকতে থাকে এবং পৃথিবীর উপচ্ছায়া যে চাঁদের উপর পড়ছে সেটাও পরিষ্কার বোঝা যায়। ৯০ শতাংশের বেশি অংশ উপচ্ছায়া দ্বারা ঢাকা পড়লেও চাদ ঢাকা পড়বে না আজ। কেবল আলোর উজ্জ্বলতা কমে গিয়ে এক সুন্দর দৃশ্য তৈরি হবে। তাই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস বা আংশিক কোনোটাই নয়। 
আজ চন্দ্রগ্রহণ শুরু হবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাত ১০.৩৭ মিনিটে। চরমতম মুহূর্ত দেখা যাবে ১১ জানুয়ারী রাত ১২.৪০ মিনিটে। গ্রহণ শেষ হবে ১১ জানুুয়ারী রাত ২.৪২ মিনিটে
। মোট ৪ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটানে , শ্রীলঙ্কা সহ এশিয়া মহাদেশের, আফ্রিকা, ইউরোপ ও অষ্ট্রেলিয়ার নানা অঞ্চল থেকে দেখা যাবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের চাঁদ উল্ফমুন নামেও পরিচিত। আমেরিকার আদিবাসীরা জানুয়ারী মাসের পূর্ণচন্দ্র নেকড়ে বাঘ খাবার না খেয়ে গিলে খায় বলে বিশ্বাস করে। তাই জানুয়ারীর শীতল আলোক যুক্ত উজ্জ্বল চাঁদকে উল্ফমুন বলে থাকেন। আজকের এই চাঁদের গ্রহণকে তাই উল্ফমুন চন্দ্রগ্রহণ বলেও অভিহিত করা হয়। আজ থেকে কোলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ পরিষ্কার হতে থাকবে। রাতের দিকে অতি শীতল পরিবেশ তৈরি হতে পারে আকাশ পরিষ্কার থাকবে। তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। ঘনকুয়াশা হলে বাঁধা হতে পারে চন্দ্র গ্রহণ দেখার ক্ষেত্রে কোথাও কোথাও। তবে আকাশ আজ রাতে পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাই উপভোগ করা একদিন যেতেই পারে শীতলতা সরিয়ে রেখে এই মনোরম চন্দ্র গ্রহণ। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১০.১.২০২০ 
রাত : ১.৩০ মিনিট। 

No comments:

Post a Comment