শীতের দীর্ঘমেয়াদি অতি ভয়ঙ্কর শেষ কামড় আসছে বঙ্গে মেঘবৃষ্টির পর। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, January 09, 2020

শীতের দীর্ঘমেয়াদি অতি ভয়ঙ্কর শেষ কামড় আসছে বঙ্গে মেঘবৃষ্টির পর।

অতি শীতল আবহাওয়া আসছে ১১ তারিখ থেকে। ১০ তারিখ আকাশ কাটলেই শীতের দাপট বোঝা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাত থেকে। ১১-১৫ তারিখ রাজ্যজুড়ে জাঁকিয়ে কামড় বসাবে ঠাণ্ডা। ১২ তারিখ নাগাদ কলকাতায় সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯-১০ ° সেলসিয়াসে। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ১২/১৩ তারিখ নাগাদ পশ্চিমের জেলাগুলোতে। তাপমাত্রা নামতে পারে ৬°-৯° সেলসিয়াসের মধ্যে ঐ সময়।  ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে বৃদ্ধ ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হচ্ছে
প্রবল শীতের সম্ভাবনা থাকায় ১১-১৫ তারিখ পর্যন্ত। ১২/১৩ তারিখ ভয়ঙ্কর শীত পড়বে রাজ্যজুড়ে। 
১০ জানুুুুয়়ারী রাত থেকেই শীতের দাপট বাড়়তে
থাকবে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে ১০ তারিখ ও ১১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘনকুয়াশার সম্ভাবনা জারি করা হল। তবে ১২-১৫ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রধানত পরিষ্কার থাকবে আকাশ কোনো কোনো স্থানে সকালের দিকে হেজ বা ঝাপসা হলেও বৃষ্টির সম্ভাবনা ১১ তারিখ  থেকে ১৫ তারিখ পর্যন্ত নেই। তবে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে পশ্চিমীঝঞ্ঝা ,ঘূর্ণাবর্ত  ও অক্ষরেখার প্রভাবে। 
১০ তারিখ থেকে আকাশ কাটলেই ১১-১৫ তারিখ পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা আসছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯-১২° সে এর মধ্যে। তবে ২৪-৩৬ ঘণ্টা মেঘ বৃষ্টির কারণে সর্বোনিম্ন তাপমাত্রা তেমন কিছু পরিবর্তন হবে না।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ : ৯.১.২০ 
সময় : রাত ১২ টা ৫ মিনিট। 

No comments:

Post a Comment