রাজ্যজুড়ে মরশুমের প্রথম প্রবল বর্ষণের সর্তকতা জারি করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার সঠিক সময়ে প্রবেশ করেছে সমগ্র পশ্চিমবঙ্গে। বর্ষার আগে থেকে এখনো পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গের স্বাভাবিক এবং তার থেকেও বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব উত্তর প্রদেশ সংলগ্ন বিহার অঞ্চল, তারি সাথে যুক্ত থাকা নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্থল নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করবে। তারি সাথে বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত টি সাথে যুক্ত হয়ে আরো শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় বর্ষার সক্রিয়তার সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভয়ানক হয়ে উঠবে।
অর্থাৎ সেক্ষেত্রে আগামী ১৮ ই জুন থেকে ২০ ই জুন পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১৭ ই জুন এর বিকেলের পর থেকেই আবহাওয়া পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের আকাশে ক্ষেত্রে অধিকাংশ সময়ই সম্পূর্ণরূপে মেঘাচ্ছন্ন থাকবে।
১৮ জুনের সকালের পর থেকে কলকাতা শহর তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উপকূলবর্তী জেলা গুলিতেও মাঝারি থেকে ভারি এবং কোথা কোথা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
তবে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং পশ্চিম মেদিনীপুরের বেশকিছু অঞ্চলে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কমবেশি ভালোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়।
নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় সহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হলে ঝাড়খন্ডে অতি ভারী বর্ষণের কারণে পশ্চিমবঙ্গের নদী অববাহিকা গুলি এবং নিচু অঞ্চলগুলিতে বন্যা আশঙ্কা থাকছে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও অনেক গুণ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সে ক্ষেত্রে প্রায় কোথাও কোথাও সাড়ে ৩৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অতি ভারী বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে জলবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে স্পষ্টতই জানানো হচ্ছে যে নিম্নচাপের কারণে সমগ্র পশ্চিমবঙ্গে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সর্তকতা জারি করা হচ্ছে।
তবে অতি বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে আশা করা যাচ্ছে, তবে আদ্রতা বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
By P.Ghosh
Update: 10:00pm IST
16/06/2020
No comments:
Post a Comment