মালদাকে ছেড়ে মেদিনীপুরের উপর অক্ষরেখা। ঘটবে বড়ো আবহাওয়া পরিবর্তন। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 03, 2020

মালদাকে ছেড়ে মেদিনীপুরের উপর অক্ষরেখা। ঘটবে বড়ো আবহাওয়া পরিবর্তন।

বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও
আজো বঞ্চিত হলো কলকাতা ও সংলগ্ন এলাকা। তবে আজ পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণ বাংলাদেশের কিছু জায়গায় বিক্ষিপ্ত। ভরা বর্ষায় আজ একটু জেনো বেশিই বেড়েছে আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম কলকাতা ও সংলগ্ন এলাকায়। আকাশ রয়েছে আজ আংশিক মেঘাচ্ছন্ন থেকে কোথাও কোথাও প্রধানত মেঘাচ্ছন্ন। এছাড়া আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় বেড়েছে ভালোরকম অসস্তিসূচক। গরমেতে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। আজ তিনদিন ধরে বৃষ্টিহীন হয়ে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা। আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেন বৃষ্টি হলো না কলকাতা ও সংলগ্ন এলাকায়?? ৩ জুলাই দুপুর থেকে ঝাড়খণ্ড, বিহার ও লাগোয়া পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। বিগত দিন গুলিতে পশ্চিমাঞ্চল থেকে মেঘ নেমে আসার কারণ ছিল পশ্চিমাবাতাসের তীব্রতা বেশি ছিল। কিন্তু আজ আপার ট্রপোসফিয়ারে উইণ্ড শেয়ার কম ছিল পশ্চিমাঞ্চল ও সংলগ্ন মালভূমি অঞ্চলে ফলে মেঘকে ঠেলে কলকাতার দিকে পাঠানোর মতো উচ্চ বায়ুমণ্ডলীয় স্তরে  শক্তিশালী বায়ুপ্রবাহ আজ ছিলনা তাই বজ্রমেঘকোষ গুলি স্থবির হয়ে পড়ে ঝাড়খণ্ড বিহার ও সংলগ্ন এলাকায়। এবং একটি নির্দিষ্ট অঞ্চলেই শক্তি সঞ্চয় করে থাকে। অন্যদিকে
কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টিতো হয়নি বরং পাল্লা দিয়ে বেড়েছে অসস্তিসূচক। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে সমুদ্র থেকে জলীয় মেঘ প্রবেশ করে বিক্ষিপ্তভাবে। এখন প্রশ্ন হলো কেন এই অসস্তি ?? এই অস্বস্তির পরেই কি কলকাতা ও সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাড়তে পারে বৃষ্টি ??
বর্তমানে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্ত উত্তরবঙ্গ থেকে নেমে এসেছে নীচের দিকে এবং বর্তমানে রাজস্থান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌসুমী অক্ষরেখাটি। তারজন্য বাড়়ছে ক্রমশ আদ্রতা ও অসস্তি। আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। এই দুুয়়ের প্রভাবে মৌসুমী বায়ু ৪৮ ঘণ্টায় সক্রিয় হয়ে উঠতে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিশেষত উপকূলীয় ও সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারীবৃষ্টি অথবা প্রবল বৃষ্টি হতে পারে। আকাশে মেঘাা্ছন্নতা বাড়়তে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায়।
অন্যদিকে ওইসময়ের মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে অক্ষরেখা নীচে থাকায় আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হতে পারে কোথাও কোথাও। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৬°সে আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকতে পারে। মোটের উপর বলা
যায় ৪৮-৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
বিশ্লেষণ:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৩.৭.২০
সময়: রাত্রি ৮ টা।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......