অযথা দুর্যোগ নিয়ে আতঙ্কিত হবেননা কি হবে জেনে নিন ?? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, May 01, 2021

অযথা দুর্যোগ নিয়ে আতঙ্কিত হবেননা কি হবে জেনে নিন ??

দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। এরকম খবর সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা তুলে ধরেছে ইতিমধ্যেই। আগামী ৭২-৯৬ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতে চলেছে এরকমই সামগ্রিক তথ্য উঠে আসছে সরকারি ও বেসরকারি আবহাওয়া সংস্থার খবর চেক করলে। এমনকি সংবাদ সংস্থাগুলির মধ্যে দিয়ে এক ভয়ঙ্কর দুর্যোগের বার্তা আমরা পাচ্ছি। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফে আমি অর্ঘ্য বটব্যাল জানাচ্ছি ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ও সম্মিলন অঞ্চলের প্রভাবে জলীয় বাষ্প পূর্ণ সামুদ্রিক আদ্র বাতাস প্রবেশ করেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৭২-৯৬ ঘন্টায়। আশা করতে পারি কিছু কিছু ক্ষতির সম্ভাবনা থাকলেও উপকারের সম্ভাবনাই রয়েছে এই ঝড়বৃষ্টি থেকে। নাগাড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টি হবে মূলত বিক্ষিপ্ত ভাবে অর্থাৎ বৃষ্টির বন্টন পরিমাণ ও তীব্রতা সবজায়গায় সমান থাকবে না। ঝড়বৃষ্টির জন্য তাপমাত্রা হ্রাস পাবে। যার জন্য তীব্র গরমের হাত থেকে বেশ খানিকটা রক্ষা পাব এই ঝড়বৃষ্টির মাধ্যমে। দীর্ঘদিন ঝড়বৃষ্টি না হওয়ায় ভৌম জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেক নীচে নেমে গেছে এই বিছিন্ন থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির মধ্যে দিয়েই জলস্তরের ভারসাম্য কিছুটা রক্ষা পেতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বিকাল থেকে রাতের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গে। ঝড়বৃষ্টি হবে মূলত কালবৈশাখী প্যাটার্নে। তাই বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ঝড় ও শিলাবৃষ্টি লক্ষ করা যেতে পারে। তাই আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি ফসলের, ঘরবাড়ি , গাছপালা ও মোবাইল টাওয়ার প্রভৃতির ক্ষয়ক্ষতি করতে পারে। বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করুন। অর্থাৎ নমিনাল কালবৈশাখী ঝড় বা বজ্রঝঞ্ঝার
আগে যে সতর্কতা গুলি নিতে হয় সেগুলো নিলেই হবে। ভয়াবহ দুর্যোগ ও ভয়ঙ্কর একনাগাড়ে দুর্যোগের সম্ভাবনা নেই। তবে আগামী ৭২-৯৬ ঘন্টায় প্রতিদিনই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও মধ্যবঙ্গের জেলাগুলোতে। ঝড়বৃষ্টির প্রকৃতি হবে অনেকটা আঞ্চলিক যে সমস্ত অঞ্চলে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ বেশি থাকবে সেখানে মাঝারি থেকে ভারী স্বল্পস্থায়ী বৃষ্টি , ঝোড়ো হাওয়া ৫০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং শিলাবৃষ্টি দেখা যেতে পারে। যেখানে মেঘপুঞ্জ অপেক্ষা দুর্বল থাকবে সেখানে শুধু ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা ছিটেফোঁটা বৃষ্টি চোখে পড়তে পারে। আর যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ থাকবে না সেখানে কিছুই হবেনা। বজ্রগর্ভ মেঘ পুঞ্জ উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম থেকে পূর্ব, পূর্ব দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে। পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি হাওড়া কলকাতা ২৪ পরগণায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭২-৯৬ ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ থাকবে মূলত রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা। কোনো কোনো সময় মেঘাছন্ন আকাশ চোখে পড়তে পারে। বৃষ্টিহীন সময় আদ্র ও অসস্তিকর গরম অনুভব হতে পারে। সমুদ্র উত্তাল হবার তেমন কোনো সম্ভাবনা নেই তবে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা ছোটোনাগপুর মালভূমির উপর থাকায় বায়ুর চাপ ঢালের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে কিছুটা দমকা হাওয়া দেখা যেতে পারে বা উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হলেও হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হলোনা তবে কিছুটা সাবধানতার সঙ্গে চলাচল করার অনুরোধ করা হচ্ছে। কারণ অনেক সময় বজ্রগর্ভ মেঘ উপকূলীয় বঙ্গোপসাগর পর্যন্ত চলে এলে তখন উপকূলীয় সমুদ্র কিছুটা উত্তাল হবার সম্ভাবনা থাকে। বড়ো সড়ো দুর্যোগের সম্ভাবনা নেই, কোনো রকম সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। শুধু বজ্রবিদ্যুৎ, আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি থেকে সতর্কতা নিন। আশা করছি এই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি আমাদের ক্ষতির থেকে উপকারই করবে। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
১.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......