ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্য বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, May 01, 2021

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্য বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।

১ মে মধ্যভারত ও লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা সক্রিয় হবার জন্য ও পক্ষান্তরে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা গত দুদিন বৃষ্টি দেবার পর কিছুটা নিষ্ক্রিয় থাকায় ১মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির উপস্থিতি চোখে পড়েনি। তবে উত্তর পূর্ব ভারত ও লাগোয়া উত্তর পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করায় ময়মনসিংহ, সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরা , মেঘালয় আজ ঝড়বৃষ্টি পেয়েছে। আগামীকাল থেকে সামগ্রিক ভাবে পরবর্তী ৭২-৯৬ ঘন্টায় ২-৭ মে পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু যায়গার পাশাপাশি উত্তর পূর্ব ভারত, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, দক্ষিণ ভারত , মধ্যপ্রদেশ ও উত্তর পশ্চিম ভারতে প্রদত্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বর্তমানে রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা , অন্ধ্র , তেলেঙ্গানা, কর্ণাটক হয়ে কেরালা উপকূলীয় এলাকার ঘূর্ণাবর্ত পর্যন্ত। অন্যদিকে অপর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের ঘূর্ণাবর্ত পর্যন্ত। এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র থেকে জলীয় বাষ্প পূর্ণ আদ্রবাতাস পশ্চিমা বাতাসের সঙ্গে সংঘর্ষের ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে। ২ মে থেকে ৭ মে এর মধ্যে বিক্ষিপ্ত ভাবে সামগ্রিক পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে তাই বৃষ্টির বন্টন ও পরিমাণ সবজায়গায় সমান থাকবে না। কোথাও কম ও কোথাও বেশি হবে। বৃষ্টি সবসময় হবে না। মূলত দুপুর থেকে রাতের মধ্যে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এক্ষেত্রে বজ্রগর্ভ মেঘ ছোটোনাগপুর মালভূমি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে তৈরি হবার প্রবণতা লক্ষ করা যাবে। মেঘ পুঞ্জ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব বা পশ্চিম থেকে পূর্ব বা পশ্চিম উত্তর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। এক দিনে সবজায়গায় সমান ঝড়বৃষ্টি নাও হতে পারে। মূলত কোথাও কোথাও ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আবার কোথাও কোথাও ৫০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি পেতে পারে। তবে এই বৃষ্টির বন্টন সবজায়গায় সমান হবে না। দেখা যাবে কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি পেল আবার কোথাও শুধু ঝোড়ো হাওয়া, হালকা ফুলকা বৃষ্টি বা বজ্রঝলকানি দেখেই সন্তুষ্ট থাকলো আবার কোনো কোনো অঞ্চলে কিছুই ফেলনা। যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সক্রিয় থাকবে সেখানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওড়া হুগলি কলকাতা নদীয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ২৪ পরগণা পশ্চিম বর্ধমান পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চল বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী ঝড়বৃষ্টি পেতে পারে ২-৭ মে এর মধ্যে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রদত্ত সময়ের মধ্যে আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা ও কোনো কোনো সময় মেঘাছন্ন আকাশ। বৃষ্টির পর তাপমাত্রা কমলেও বৃষ্টিহীন সময়ে আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টি হলে ও আকাশ মেঘাচ্ছন্ন থাকলে স্বস্তি মিললেও মিলতে পারে। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
১.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......