ক্রমশ বাড়ছে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আগামী ২৩ মে থেকে ৩০ মে এর মধ্যে ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর-উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকা থেকে সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম নেই তাই অযথা আতঙ্কিত হবার কিছু নেই। কিন্তু ২৩ মে ও তার পরবর্তী পর্যায়ে বঙ্গোপসাগরীয় এলাকায় সিস্টেম তৈরি হতে পারে। একটি শক্তিশালী নিম্নচাপ বা ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু সিস্টেম তৈরির এখনও অনেক দিন বাকি রয়েছে তাই অযথা আতঙ্কিত হবেননা। পরিবর্তন ও পরিমার্জন হওয়া সম্ভব। প্রাক মৌসুমী ঘূর্ণিঝড় পর্যায়ের চরমতম পর্যায়ে পৌঁছেছে বঙ্গোপসাগর ও আরবসাগর। আরবসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকতে। ঘূর্ণিঝড় তাউকতে ১৭ মে রাতে গুজরাটের দিউ ও সংলগ্ন এলাকায় অতি বিধ্বংসী ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে চলেছে। বর্তমানে ম্যাডেন জুলিয়ান অশিলেশন ফেজ ২ তে অবস্থান করছে আগামী দিনে ফেজ ৩ এ আসার সম্ভাবনা রয়েছে। ম্যাডেন জুলিয়ান অশিলেশন ফেজ ২ ও অ্যাম্প্লিচিউড ১ এর বেশি থাকায় শক্তিশালী ঘূর্ণিঝড়় হয়েছে আরবসাগরে। এবার দেখা যাক বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি সংক্রান্ত অবস্থান-
🔴 এম জে ও : সাগরে ক্রান্তীয় ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের সৃষ্টি এবং পরবর্তীতে ঘূর্ণাবর্তকে শক্তিশালী করা, গভীর সঞ্চারণশীল মেঘমালা সংগঠন এবং পরিচলন হার বৃদ্ধির পরিচালক হিসেবে কাজ করে এম জে ও। এম জে ও বর্তমানে ফেজ ২ তে অ্যাম্প্লিচিউড ১ এর বেশি নিয়ে অবস্থান করছে। ৭২ ঘন্টায় ফেজ ৩ এ আসতে চলেছে এম জে ও।
১৮ মে থেকে ২৪ মে এর মধ্যে এম জে ও ফেজ ৩, ৪ ও ৫ এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে এম জে ও ধীরে ধীরে ফেজ ৭ ও ফেজ ৮ এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাম্প্লিচিউড হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এম জে ও (ECMWF) ১৭.৫.২০২১ এর আপডেটে দেখা যাচ্ছে ১৬ মে এম জে ও ফেজ ২ তে অবস্থান করছিল। ১৭ মে থেকে ধীরে ধীরে ফেজ ৩ এ ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং ১৯ মে ফেজ ৪ এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ৪৮-৭২ ঘন্টায় এম জে ও ফেজ ৩ এ থাকবে এবং ২৩-২৫ মে এর মধ্যে এম জে ও ফেজ ৬ এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী বলা যায় এম জে ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে আসন্ন সিস্টেমকে কিছুুটা সাপোর্ট করবে। তবে এম জে ও পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষ তাই পরিবর্তন হলে হতে পারে। শুধু মাত্র এম জে ও নয় তার পাশাপাশি আরো বেশ কিছু শর্ত সিস্টেম সংগঠনে ভূমিকা রাখে।
🔵 উইণ্ড শেয়ার: উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে উইণ্ড শেয়ার হ্রাস পাচ্ছে। এবং গাল্ফ অফ থাইল্যান্ড ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উইণ্ড শেয়ার কমছে। বর্তমান উইণ্ড শেয়ার ও শেয়ার টেনডেনসি যথেষ্ট অনুকূল ও কম রয়েছে। যার জন্য পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাল্ফ অফ থাইল্যান্ড ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
🌑 ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি: বর্তমানে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি বেশি রয়েছে। এটি একধরণের শক্তি যা সিস্টেম কে শক্তিশালী করে তোলে। ওই সমস্ত অঞ্চলে ঝঞ্ঝা সংগঠন ও শক্তি বৃদ্ধি করে থাকে।
বর্তমানে দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগর সহ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় হিট পোটেনশিয়াল এনার্জি ১০০-১৬০ Kg/cm2 রয়েছে। অর্থাৎ মধ্যম থেকে বেশির দিকে হিট পোটেনশিয়াল এনার্জি রয়েছে। ফলে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় সিস্টেম হলে বেশ খানিকটা শক্তিবৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে।
🌑 সিস্টেম মডেল অ্যানালাইসিস:
সাগরের বর্তমান অবস্থা, এম জে ও , বায়ুর চাপ হ্রাস, উইণ্ড শেয়ার, আপার ট্রপোস্ফিয়ারিক কন্ডিশনের উপর ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যতের উপর সম্যক ধারণা দিয়ে থাকে মডেল। একাধিক মডেলের সুচিন্তিত ধারণার সমন্বয় করে ভবিষ্যৎ সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা দিয়ে থাকে মডেল। মডেল বিভিন্ন ধরনের হয় ও বিভিন্ন রেঞ্জে পূর্বাভাস করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো GFS, ECMWF, Icon, Navgem, Cma, Uk, Asscg , Imd GFS, Hwrf সহ বহু মডেল।
৬ টি ওয়েদার মডেল এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে সিস্টেম তৈরির সম্ভাবনা দেখাচ্ছে। যথা GFS, Imd GFS, ECMWF, Accg, CMC এছাড়াও কিছু মডেল সিস্টেম এর সম্ভাবনা উল্লেখ করছে। এদের মধ্যে প্রায় প্রতিটি মডেল পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর থেকে সিস্টেম ফরমেশন উল্লেখ করছে। এবং ২৪ মে থেকে ২৭ মে এর মধ্যে সিস্টেম ফরমেশনের সম্ভাবনা বেশি। একমাত্র GFS মডেল ৩০ মে থেকে ২ জুনের মধ্যে সিস্টেম ফরমেশন উল্লেখ করছে। সমস্ত মডেল নূূনতম গভীর নিম্নচাপ থেকে অতি প্রবল বা অতি প্রবল ঘূর্ণিঝড় পর্যন্ত ওঠার সম্ভাবনা জানাচ্ছে। তাই সামগ্রিক ভাবে বলা যায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে যা শক্তিবৃদ্ধি করতে সক্ষম। প্রায় বেশিরভাগ মডেল উল্লেখ করছে ওড়়িশা থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে প্রভাব বিস্তারের সম্ভাবনার কথা।
👉 সামগ্রিক সাধারণীকরণ ও সিদ্ধান্ত:
কিছু অনুকূল পরিবেশ থাকায় বঙ্গোপসাগরে ২৩-২৭ মে এর মধ্যে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তিবৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে মায়ানমার ও ইন্দোচায়না উচ্চ চাপের প্রভাবে ও ওয়েসটারলি উপরের দিকে ওঠায় নিম্নচাপ উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ বা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস প্রদানকারী ও বিশ্লেষক: অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ১৭.৫.২০২১.
মডেল ও বিশ্লেষণ: ১৭ মে সন্ধ্যা ৬ টা।
পূর্বাভাস প্রকাশ: ১৭ মে রাত ১০.৪২ মিনিট।

No comments:
Post a Comment