২৭৫ kmph গতিতে ভারতের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী তাউকতে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, May 17, 2021

২৭৫ kmph গতিতে ভারতের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী তাউকতে।

ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় তাউক্তে। মাত্র ৪৮ ঘন্টায় ক্যাটেগরি ১ থেকে ক্যাটেগরি ৪ মাত্রার হ্যারিকেনের সমতুল্য ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি এক্সট্রেমলি সিভিয়ার ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে পূর্ব মধ্য আরবসাগর ও সংলগ্ন উত্তর পূর্ব আরবসাগরে। ঘূর্ণিঝড়টি পরবর্তী ২৪ ঘন্টায় গুজরাটের দিউ ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে চলেছে এক্সট্রেমলি সিভিয়ার ঘূর্ণিঝড় হিসাবে। বর্তমানে কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বায়ুর গতি সর্বোচ্চ ২২০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। এবং দমকা বাতাসের ঝাপটা ঘন্টায় ২৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের ডিভরক প্রাবল্য ৬.০. যা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ক্যাটেগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়কে ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় অঞ্চলের বায়ুর চাপ ৯৩০ মিলিবার। উত্তর ও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তী ১২ ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেবার সম্ভাবনা রয়েছে। ১৭ মে দুপুর ১১.৩০ মিনিট নাগাদ ১৯.৩৭°উ ও ৭১.৫৬°পূ অক্ষাংশে অবস্থান করছে। গুজরাটের উনা থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব, জাফরাবাদ থেকে ১৬৬ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব ও সুরাট থেকে ২৩২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ১৭ মে বিকাল থেকে ১৮ মে সকালের মধ্যে গুজরাটের ভেরাবল থেকে সুরাটের মধ্যে যে কোনো দিয়ে স্থলভাগ অতিক্রমের সম্ভাবনা রয়েছে। জাফরাবাদ ও সংলগ্ন এলাকায় আঘাতের সম্ভাবনা বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪৮ ঘন্টায় গুজরাট উপকূলীয় এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি ও চরমতম জলচ্ছাসের সতর্কতা। কোথাও কোথাও ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি ঝড় বয়ে যেতে পারে গুজরাট উপকূলীয় এলাকায় ২৪-৩৬ ঘন্টায়। মহারাষ্ট্র গুজরাট রাজস্থান সহ পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের বেশ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। মহারাষ্ট্র গুজরাট উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে ২৪-৩৬ ঘন্টায়। পূর্ব মধ্য ও উত্তর পূর্ব আরবসাগর উত্তাল যথেষ্ট উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের ৪৮-৭২ ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। নিম্ন উইণ্ড শেয়ার, এম জে ও ফেজ ২ ও অ্যাম্প্লিচিউড ১ এর উপর থাকা, পর্যাপ্ত সমুদ্র জল তাপমাত্রা ঘূর্ণিঝড়কে ক্যাটেগরি ৪ মাত্রার হ্যারিকেনে পরিণত করেছে। ঘূর্ণিঝড়টি এক্সট্রেমলি সিভিয়ার ঘূর্ণিঝড় হিসাবে স্থলভাগ অতিক্রম করতে পারে। তাই অত্যন্ত ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গুজরাটের গির, সুরাট, ভেরাবল , উনা, জাফরাবাদ, পোরবন্দর , আমেদাবাদ সহ গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে। মহারাষ্ট্রে ভালোই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে ৪৮ ঘন্টা পর্যন্ত। এদিকে গুজরাটে আজ ১৭ মে সকালে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাতে আতঙ্কের সৃষ্টি হলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের ২৪ ঘন্টার মধ্যে যে ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তাতে ধ্বংসলীলা চলবে গুজরাট ও সংলগ্ন এলাকায়। 
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল।
১৭.৫.২০২১
সময়: সকল ১১.৫৪ মিনিট।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......