পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, May 19, 2021

পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ২০২১ সালের প্রথম ঘূর্ণিঝড়। ২২ মে নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। যা ৪৮ ঘন্টার মধ্যে অতি গভীর নিম্নচাপ এবং ৭২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে সিস্টেম প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরে ২১ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে এবং এই আসন্ন ঘূর্ণিঝড় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাকে বেশ খানিকটা অগ্রসর করতে পারে। বর্তমানে ম্যাডেন জুলিয়ান অশিলেশন ফেজ ৩ এ অবস্থান করছে এবং পরবর্তীতে ফেজ ৪ ও ফেজ ৫ এর দিকে অগ্রসর হবে যার জন্য বঙ্গোপসাগরে সিস্টেম হবে ও তা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া আসন্ন দিনে বঙ্গোপসাগরে উইণ্ড শেয়ার কম থাকার জন্য ও উচ্চ মাত্রার সমুদ্র জল তাপমাত্রা এবং পিছনে মৌসুমী স্রোত থাকার জন্য শক্তিশালী সিস্টেমের সম্ভাবনা রয়েছে। আশা করা যায় সিস্টেমটি উত্তর ও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে উত্তর ও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপ যখন ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে ক্ষয়ক্ষতি, ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও জলচ্ছাসের সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় আম্ফানের মতো সুপার ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নেই। সুপার ঘূর্ণিঝড় না হলেও পশ্চিমবঙ্গ উপকূলে বেশ ভালই প্রভাব ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। ঘূর্ণিঝড়টি প্রবল (Severe cyclone) বা অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very severe Cyclonic Storm) এ পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও বাংলাদেশ উপকূলে জলচ্ছাস ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি ২৫ মে থেকে ২৮ মে এর মধ্যে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগ অতিক্রম করার সর্বোচ্চ প্রবণতা রয়েছে উত্তর ওড়িশা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ / দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূল পর্যন্ত। তবে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নেই। আগামী ২২ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। ২৩ মে নাগাদ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ২৪ মে গভীর ও অতিগভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে সিস্টেমটির। ২৫ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির। এবং পরবর্তীতে প্রবল বা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী দিনে ইন্দোচায়না হাইপ্রেশারের ধাক্কায় ও ওয়েস্টার্লি উপরের দিকে উঠে যাবার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হতে পারে ঝড়ের। উত্তর ওড়িশা থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ পর্যন্ত ভালোই প্রভাব ফেলতে পারে ঝড়টি।।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
১৯.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......