১১ জুন রাতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বর্ষা। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 11, 2021

১১ জুন রাতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বর্ষা।

" এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা বিরহিনী চাহিয়া আছে আকাশে"। ... অবশেষে ১১ জুন রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবেশ করলো বর্ষা। ১১ জুন সকালে মৌসুমী বায়ু পুরী, ক্যানিং , কৃষ্ণনগর ও মালদায় প্রবেশ করলেও রাতের মধ্যেই হাওড়া কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবেশ করে গেছে। বর্তমান অনুকূল OLR, বৃষ্টিপাতের বন্টন, উইণ্ড শেয়ার ইণ্ডিকেট করছে কলকাতায় ঢুকে গেছে বর্ষা। মে বর্ষার জন্য হাপিত্যেশ করে বসে ছিল আমবাঙালি বিগত দিনগুলোতে। সেই বর্ষাই হাজির হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। বলা যায় পাকাপাকি ভাবে নির্ধারিত সময়েই কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবেশ করলো বর্ষা। অন্যদিকে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ পরবর্তীতে উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি অক্ষরেখা দীঘা থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে যার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে দমকা হাওয়া। নিম্নচাপের প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় কিছু দমকা হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ঝাড়খণ্ড ছত্তিশগড় বাংলাদেশে। উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ১৬-১৮ জুনের মধ্যে আবার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী ৪৮-৭২ ঘন্টার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ ওড়িশা, ঝাড়খন্ড, ছত্তিশগড় সহ বেশ কিছু যায়গায় প্রবেশ করবে বর্ষা। সুতরাং উপভোগ করুন দফায় দফায় বৃষ্টিমুখর মনোরম বর্ষা বর্ষার প্রথম ইনিংসে। 
Monsoon Kolkata Subdists Low pressure area Heavy rain Odisha Jharkhand Chhattisgarh Andhra Bangladesh Mp Trough line Circulation Gusty wind New circulation / Low pressure area. 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......