নিম্নচাপ ও অক্ষরেখার প্রভাবে সক্রিয় বর্ষা। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 13, 2021

নিম্নচাপ ও অক্ষরেখার প্রভাবে সক্রিয় বর্ষা।

৩ রা জুন কেরালায় প্রবেশের পর থেকে হুড়মুড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বর্ষা। কেরালায় প্রবেশের মাত্র ১০ দিনের মধ্যেই ৬০-৬৫% অঞ্চলে ভারতের পৌঁছে গিয়েছে বর্ষা। অন্যদিকে ১১ রাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা এবং ১২ জুন সরকারি ভাবে ঘোষণা হয়েছে। মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যেই মৌসুমী বায়ুর উত্তর সীমা পৌঁছে গেছে জন্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশের প্রায় সমগ্র অঞ্চল, উত্তরপ্রদেশের বেশ কিছু যায়গায়, সমগ্র বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচল, উত্তরাখণ্ডে। উত্তর পশ্চিম ভারতের কিছু রাজ্য ছাড়া সমগ্র দেশেই বিস্তৃত হয়েছে বর্ষা। রাজস্থান, গুজরাটের বেশ কিছু যায়গা, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু যায়গা, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান এছাড়া পাঞ্জাব হরিয়ানার বেশ কিছু যায়গায় বর্ষা ঢুকতে বাকি রয়েছে। আশা করা যায় ৭২-৯৬ ঘন্টার মধ্যে সমগ্র ভারতের ১০০% অঞ্চলে বর্ষা প্রবেশ করবে। বর্তমানে উত্তর পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাঞ্জাব থেকে একটি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অপর একটি অক্ষরেখা মহারাষ্ট্র থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। একটি নিম্নচাপ ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। অপর একটি নিম্নচাপ ইন্দোচায়না অঞ্চলের উপর অবস্থান করছে। অক্ষরেখা , নিম্নচাপ, জলীয় সংযুক্তি ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো সময় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু কিছু যায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি কয়েকপশলা হবার সম্ভাবনা রয়েছে। হাওড়া হুগলি কলকাতা নদীয়া বর্ধমান বীরভূম ২৪ পরগণা মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু যায়গায় কয়েকপশলা ভারী/অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্র , ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র সহ ভারতের বেশ কিছু রাজ্যে ৪৮-৭২ ঘন্টায়। বর্তমানে একটি নিম্নচাপ ভিয়েতনাম-লাওস ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্ত বঙ্গোপসাগর হয়ে নিম্নচাপের কেন্দ্রীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। আশা করা যায় নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৭২-৯৬ ঘন্টার মধ্যে মায়ানমার অতিক্রম করে ঘূর্ণাবর্ত হিসেবে মৌসুমী অক্ষরেখা বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আসার সম্ভাবনা রয়েছে। এই রামিনেন্টের প্রভাবে ১৭-১৯ জুনের মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা ও সংলগ্ন অঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ১৭-২০ জুনের মধ্যে। যার জন্য ১৮-২১ জুনের মধ্যে আবার পশ্চিমবঙ্গ ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়া ওই সময় বাংলাদেশ ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে ঝাড়খণ্ডে। 
Rain and Ts Possible Westbengal Bangladesh, Odisha Jharkhand Chhattisgarh Andhra Telengana Bihar UP Madhya Pradesh 48-72 hours. New circulation/LPA 17-20 June. Under the influence of raminent of Pasific Tropical storm/TD. 
13.6.2021

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......