আগামী ১ সপ্তাহ ব্যাপী মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি চরমতম ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হল উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত , বিহার, নেপাল ও সিকিমে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবার জন্য ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঐ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আজ সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গ বিহার নেপাল পূর্ব উত্তরপ্রদেশ উত্তর পূর্ব ভারত উত্তর ও উত্তর পূর্ব বাংলাদেশ মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা আসাম ভূটান সিকিম প্রভৃতি অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হল। ওই সমস্ত অঞ্চলের কোথাও কোথাও ৫০০ মিলিমিটার বা তার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ , বীরভূম, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট উত্তর চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলায় বৃষ্টি বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির/ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশের খুলনা ২৪ পরগণা জেলায় মাঝেমধ্যেই বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে গঙ্গা, তিস্তা তোর্সা জলঢাকা রঙ্গিত বালাসন মহানন্দা রঙ্গিত ও ব্রহ্মপুত্র নদীতে। কালীগণ্ডক নদীর জলস্তর প্রচুর বৃদ্ধি পেতে পারে। মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত, উপ অক্ষরেখা ও জলীয় সংযুক্তির জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা Foothills of Himalayas বা হিমালয়ের পাদদেশ থেকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি উত্তরপ্রদেশের বেরিলি, ফৈজাবাদ, বক্সার, গয়া, মালদা টাউন , ঢাকা হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। অপর একটি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ দিয়ে বিস্তৃত হয়েছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বিহার - সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের উপর। এই নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক সপ্তাহ ব্যাপী। ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে স্থলভাগ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপ ঢালের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা দখিনা বাতাস চোখে পড়বে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বিশেষ সতর্কতা নিতে অনুরোধ করা হচ্ছে। পার্বত্য অঞ্চলে হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধস লক্ষ করা যাবে ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে।
Heavy to very heavy falls, Extremely heavy falls, TS, Cloud blast, Slide, Flash flood Westbengal Bangladesh Sikkim Nepal UP & NE India.
28.6.2021
No comments:
Post a Comment