বর্ষা বহুদিন ঢুকলেও উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি ২০২১ এ এখনো পর্যন্ত পায়নি। একনাগাড়ে বৃষ্টি ও ভারী থেকে অতিভারী বৃষ্টির তেমন একটা সাক্ষী হতে পারেনি উত্তরবঙ্গ। অন্যদিকে একের পর এক ঘূর্ণাবর্তের প্রভাবে অক্ষরেখা স্থায়ী ভাবে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিতে পারেনি। অন্যদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে নাকাল হয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার যুগলবন্দিতে। সমগ্র উত্তরবঙ্গ এখনো পর্যন্ত একনাগাড়ে ভারী বৃষ্টি না পেলেও খেলা ঘুরবে শীঘ্রই। ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে উত্তরবঙ্গ ২৪-৪৮ ঘন্টার মধ্যেই। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় রয়েছে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার মালদা দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতে। উত্তর ঝাড়খণ্ড, বিহারে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বর্ধমান, নদীয়া, পুরুলিয়া বাঁকুড়া জেলায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশের রঙপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যায়ক্রমে। এছাড়া বাকি অঞ্চলে মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর প্রভৃতি অঞ্চলে অসস্তিকর গরম অনুভব হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ২৪ পরগণা জেলায় আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবে ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে কখনো রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা, কখনো প্রধানত মেঘাছন্ন বা সম্পূর্ণ মেঘলা প্রদত্ত সময়ের মধ্যে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের আলিগড়, কানপুর, এলাহাবাদ, বিহারের গয়া , উত্তরবঙ্গের মালদা টাউন, বাংলাদেশের ময়মনসিংহ মেঘালয়ের শিলং হয়ে নাগাল্যান্ডের ডিমাপুর পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব মধ্য ভারতের উপর। অপর একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ছত্তিশগড় থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী অক্ষরেখা ও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে ২৭ জুন থেকে ৩ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, বিহার ও উত্তর পূর্ব ভারতে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের তিস্তা তোর্সা জলঢাকা রঙ্গিত বালাসন, মহানন্দা নদীতে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আসাম, সিকিম ও উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে ধ্বস ও হড়পা বানের সতর্কতা দেওয়া হচ্ছে। জল জমতে পারে উত্তরবঙ্গ বিহার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে। বজ্রপাতের সতর্কতা দেওয়া হচ্ছে ঐ সমস্ত অঞ্চলে। বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ধ্বস নামার সম্ভাবনা রয়েছে।
Monsoon trough North Bengal Heavy to very heavy rain Ts Circulation Scattered rain and Ts Southbengal Heavy rain Ne India Jharkhand Bihar Sikkim with Ts. Flash flood landslide Torrential rain Mud slide Water logging River water Increase Bangladesh Weather 27 June to 3 July
26.6.2021
No comments:
Post a Comment