ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 29, 2021

ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির ভ্রুকুটি।

৪৮-৭২ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু যায়গায়। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিমে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও চরমভারী বৃষ্টির সম্ভাবনা ৩০ জুন, ১ জুলাই ও ২ জুলাই। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয়, আসাম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কোথাও কোথাও চরমভারী বৃষ্টির সম্ভাবনা। হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। দেখা যেতে পারে দমকা হাওয়া। অন্যদিকে বাংলাদেশের রঙপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ৪৮-৭২ ঘন্টায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ৪৮-৭২ ঘন্টায় মেঘলা আকাশ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিছিন্ন ভাবে ভারী থেকে অতিভারী স্পেল চোখে পড়বে। পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও কোথাও কোথাও বিছিন্ন ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির স্পেল দেখা যেতে পারে ৪৮-৭২ ঘন্টায়। ৪৮-৭২ ঘন্টায় বিহার নেপালে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, নেপাল, ভূটানে, সিকিম, উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ভূমিধস, মেঘ ভাঙ্গা বৃষ্টি, হড়পাবান, জলমগ্নতা চোখে পড়তে পারে। বাংলাদেশ, উত্তরবঙ্গ, বিহার নেপাল ও উত্তর পূর্ব ভারতে নদীর অত্যধিক জলস্ফীতি চোখে পড়বে। রয়েছে উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত, নেপাল ও বাংলাদেশে বন্যার সম্ভাবনা। তাই সতর্ক থাকুন ও সাবধানে থাকুন। ঝাড়খণ্ড বিহার ও মধ্যবঙ্গের বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ও মধ্যবঙ্গের গঙ্গা ও পদ্মা নদীতে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে। তিস্তা তোর্সা জলঢাকা মহানন্দা সংকোশ রায়ঢাক কালচিনি কালিগণ্ডক ব্রহ্মপুত্র বরাকর গঙ্গা মানস বালাসন আত্রেয়ী নদীতে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের বেশ কিছু নদীতে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা পূর্ব মধ্যপ্রদেশের রেওয়া, ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, ধানবাদ, পশ্চিমবঙ্গের সিউড়ি বহরমপুর হয়ে বাংলাদেশের সিরাজগঞ্জ ও ময়মনসিংহ হয়ে আসামের গুয়াহাটির মধ্যদিয়ে আসামের মাজবাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। অপর একটি অক্ষরেখা অবস্থান করছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, কর্ণাটক তামিলনাড়ু হয়ে কেরালা উপকূল পর্যন্ত। অক্ষরেখা ছাড়াও জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে একটি সম্মিলন অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত। মৌসুমী অক্ষরেখা, জলীয় বাষ্পের সংযুক্তি ও সম্মিলন অঞ্চলের প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ উত্তরবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড নেপাল ভুটান সিকিম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
Heavy to very heavy rain, Extremely heavy rain , Thundershower, Gusty wind , Lighting strike, Flash flood, Slide, Water logging, Increase river water, Bengal Bangladesh Ne India Jharkhand Nepal Bhutan Sikkim. 
29.6.2021

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......