উভয়বঙ্গেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 07, 2021

উভয়বঙ্গেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৪৮-৭২ ঘন্টায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমেও রয়েছে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের প্রভাবে মাঝেমধ্যে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৩°সে আশেপাশে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তির জন্য আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম বিরাজ করবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকবে। দমকা হাওয়া বয়ে যেতে পারে। মালদা দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৪৮-৭২ ঘন্টায় আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। উভয়বঙ্গেই কিছু কিছু যায়গায় স্থানীয় ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির স্পেল চোখে পড়বে।
Thunderstorm and Thundershowers possibility Westbengal Kolkata Trough line Moisture incursion Massive TS 48-72 hours.
7.7.2021

1 comment:

  1. MCD (video game) - Dr. Michael Jackson's Moonwalker - Dr.
    This game features a game called 군포 출장샵 Moonwalker, which was 이천 출장샵 created 순천 출장샵 by Jackson, a 원주 출장안마 band member known for his work with the band 서울특별 출장마사지 that played at a

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......