(Picture courtesy:- Debarshi Banerjee, )
সাধারণত ভারতের সামগ্রিক মৌসুমী ঋতু ও মৌসুমী পরবর্তী ঋতুগুলি নিয়ন্ত্রিত হয় বৃহৎ জলবায়ুর নিয়ন্ত্রক দ্বারা। ভারতবর্ষের লঙ রেঞ্জ আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রিত হয় অনেকাংশে এনসো ও ইণ্ডিয়ান ওশেন ডাইপোলের উপর। প্রশান্ত মহাসাগরীয় জলতলের তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এনসো সূচক। এনসোর মাপকাঠি সূচক তিন ধরনের হলেও মূলত এনসো ৩.৪ সূচকের উপর ভিত্তি করেই ভারতের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস করা হয়ে থাকে। কোনো কোনো সময় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তুলনায় বেশি উত্তপ্ত হয়ে ওঠে আবার কোনো কোনো সময় পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যথেষ্ট উত্তপ্ত হয়ে। আবার বেশিরভাগ সময়ই পূর্ব প্রশান্ত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলতল তাপমাত্রার তারতম্য তেমন একটা হয়না যাকে বলা হয়ে থাকে নিউট্রাল পরিস্থিতি। তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও সংলগ্ন এলাকায় জলের তাপমাত্রা বেশি থাকলে সামগ্রিক বঙ্গোপসাগর, পূর্ব ও উত্তর পূর্ব ভারত, মায়ানমার, ভিয়েতনাম সহ ইন্দোচায়না অঞ্চল ও ফিলিপাইনে পরিচলন পক্রিয়া অনেক বেড়ে যায় সাথে ঘনঘন বজ্রঝঞ্ঝা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ক্রান্তীয় ঝঞ্ঝা নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকাংশে বাড়তে থাকে। ফলে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে থাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্র উত্তর পূর্ব ভারত বিহার প্রভৃতি অঞ্চলে ঋনাত্মক এনসো বা লা নিনা পরিস্থিতি। ব্যাপক বৃষ্টি ঘটাতে সক্ষম হয় লা নিনা বাংলাদেশেও। এবার দেখে নেওয়া যাক বর্তমান এনসোর (ENSO) এর পরিস্থিতি কি?? এবং আগামীদিনে কোন পথে থাকবে এনসো ??
বিগত দিনে ENSO ওভার অল নিউট্রাল থাকলেও জুন মাসে 0.0 অতিক্রম করে +0.2°c SST Anomaly হয়েছিল অর্থাৎ ধনাাত্মকের দিকে পা বাড়়িয়়েছিল। কিন্তু জুলাই মাসের বর্তমান সময় ঋনাত্মকের দিকে অগ্রসর হচ্ছে। এবং আগষ্ট থেকে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ঋনাত্মকের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে (-০.৪°সে থেকে -১.২°সে )। আর এটা যদি হয় তাহলে ঘন ঘন চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া , ব্যাপক বৃষ্টি, বন্যা নিম্নচাপ ও ক্রান্তীয় ঝঞ্ঝা / ঘূর্ণিঝড়়ের সম্ভাবনা থাকছে জুলাই/আগষ্ট থেকে অক্টোবর/ নভেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে সাথে থাকবে ব্যাপক বজ্রঝঞ্ঝা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বাংলাদেশ বিহার উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব ভারতের জন্য এই সমস্ত Hazards condition ঘনিয়ে আসতে পারে। এছাড়া Hazards condition দেখা যেতে পারে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া মায়ানমার ফিলিপাইনে। Back to back tropical system formation দেখা যেতে পারে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যার মধ্যে বেশ কিছু পালস বঙ্গোপসাগরে পড়ে সিস্টেম তৈরি করতে পারে বঙ্গোপসাগরে আগষ্ট থেকে নভেম্বরের মধ্যে। এছাড়া বঙ্গোপসাগর সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ইণডিয়ান ওশেন ডাইপোল সামগ্রিক ভারত মহাসাগর ও সংলগ্ন দেশগুলোর আবহাওয়া নিয়ন্ত্রণ করে থাকে। সেই সঙ্গে ভারতের আবহাওয়া পরিস্থিতিকে ব্যাপক হারে প্রভাবিত করে থাকে নিরক্ষীয় ভারত মহাসাগরে পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের জলতল তাপমাত্রার তারতম্যের/ বিচ্যুতি বা Anomaly এর উপর ভিত্তি করে আই ও ডি নির্ধারিত হয়। ধনাত্মক IOD আরবসাগর ও ঋনাত্মক আই ও ডি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাকে সক্রিয় করে থাকে। এবার দেখে নেওয়া যাক বর্তমান ও ভবিষ্যৎ আই ও ডি পরিস্থিতি।
আই ও ডি জুলাই মাসে ঋনাত্মকের দিকে এগিয়ে চলেছে। বর্তমান IOD Index (৬ জুলাই) রয়েছে -০.৩°সে অর্থাৎ ঋনাত্মক। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব ভারত মহাসাগর সক্রিয় হয়ে উঠছে। সেপ্টেম্বর মাসে আই ও ডি ইনডেক্স থাকতে পারে -০.৫°সে অর্থাৎ চরমভাবে ঋনাত্মক আই ও ডি হতে পারে সেপ্টেম্বর মাসে। নভেম্বর মাসে আই ও ডি থাকবে -০.৩°সে । অর্থাৎ ২০২১ সালে আগষ্ট থেকে নভেম্বরের মধ্যে আই ও ডি এর ব্যাপক প্রভাব থাকবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। ফলে ঘনঘন ক্রান্তীয় ঝঞ্ঝা নিম্নচাপ ও সক্রিয় পরিচলন বৃদ্ধি পাবে বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরে। দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ওড়িশা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্র পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে। ঋনাত্মক আই ও ডি ও আগামী লানিনা পরিস্থিতি হয়তো আগামীদিনে মৌসুমী বিদায়কে পূর্ব ভারত, পূর্ব মধ্য ভারত ও উত্তর পূর্ব ভারত থেকে বিলম্বিত করতে পারে। তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ঘনঘন ক্রান্তীয় ঝঞ্ঝা বা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এক বা একাধিক ক্রান্তীয় ঝঞ্ঝা/ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। হয়তো বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা দুর্যোগময় হয়ে উঠতে পারে। ঋনাত্মক আই ও ডি ও এনসোর জোড়া ফলায় মোট কথা ঘনঘন দুর্যোগ ও বৃষ্টির আশঙ্কা আরো বাড়তে পারে আগামী দিনে তা বলার অপেক্ষা রাখে না।
Impact of further development of LA-NINA in future and Negative IOD. Back to back Hazards weather, Tropical system, Low pressure/Depression/Cyclonic storm, Above Normal rain, Tropical threat, Active and Vigourus monsoon, Active Pacific, North Indian Ocean, Drenching TS, Massive Impact Bangladesh, Odisha, Westbengal, Jharkhand Chattisgarh East MP Telengana, Andhra, Bihar, Ne India, Indochina , Malaysia, Philippines. July/August to October/November.
7.7.2021
No comments:
Post a Comment