কলকাতার শীতের রাজা নিউটাউন। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 22, 2022

কলকাতার শীতের রাজা নিউটাউন। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩°সে।


নিজস্ব সংবাদদাতা: সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই জাঁকিয়ে বসেছে শীত। ২২ ডিসেম্বর ২০২২ দক্ষিণবঙ্গের সর্বোনিম্ন তাপমাত্রা বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ থেকে ১৪°সে আশেপাশে। কলকাতার রাজারহাট -নিউটাউন অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩°সে। কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮°সে। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬°সে। হাওড়ার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০°সে। কলকাতার তুলনায় রাজারহাট -নিউটাউন অঞ্চল অনেক বেশি উন্মুক্ত। ফাঁকা স্থান বেশি থাকায় বিনা বাঁধায় উত্তরে শীতল বাতাস প্রবাহিত হয়েছে। রাতের দিকে হুড়মুড়িয়ে পারদ পতন হয়েছে। অন্যদিকে রাজারহাট -নিউটাউন অঞ্চল কল্যাণী- ব্যারাকপুর- হাবরা অঞ্চলের কনকনে ঠান্ডা বলয়ের খুব কাছে। উত্তর ২৪ পরগণার কনকনে শীত বেল্টের সান্নিধ্য লাভ কলকাতার মধ্যে শীতের রাজা বানিয়ে তুলেছে রাজারহাট -নিউটাউন অঞ্চলকে। আগামী ৪৮ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে রাজারহাট -নিউটাউন অঞ্চল সহ সমগ্র দক্ষিণবঙ্গে ।
২২/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......