নিজস্ব সংবাদদাতা: শীতের দাপট বড়োদিনের সময়ে কমতে থাকবে সেই সঙ্গে সমগ্র উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে ঘনকুয়াশার সম্ভাবনা। মূলত রাত ও ভোর ও সকালের দিকে ব্যাপক কুয়াশার দাপট থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে কুয়াশা। আবার রাতের দিকে কুয়াশা তৈরি হতে পারে। এতই কুয়াশা তৈরি হতে পারে কোথাও কোথাও দৃশ্যমানতা শূন্য নেমে যেতে পারে। কুয়াশা থাকাকালীন উত্তরে বাতাস প্রবাহিত হবার সময় ঠাণ্ডার অনুভূতি পাওয়া যাবে। মূলত বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সক্রিয় হবার জন্য জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবেশ করবে। সেই সঙ্গে উত্তরে বাতাসের প্রভাবে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ঘনীভূত হয়ে কুয়াশা ও ঘনকুয়াশা তৈরি করবে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২২ এর মধ্যে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ও মেঘলা আকাশ তৈরি হতে পারে। রয়েছে ঘনকুয়াশার সম্ভাবনা ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়সীমার মধ্যে। ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। ঘনকুয়াশার সম্ভাবনা থাকায় যানবাহন সাবধানে চলাচল করাতে ও সাবধানে রাস্তাঘাট পারাপার করতে অনুরোধ রইল।
২১/১২/২০২২
No comments:
Post a Comment