নিজস্ব সংবাদদাতা: ঝাপসা আবহাওয়া কেটে রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে হাওড়া জেলায়। সাথে সকাল থেকেই দমকা উত্তরে শীতল বাতাস বয়ে যাচ্ছে জেলা জুড়ে। শুষ্ক শীতল উত্তরে বাতাসের হাত ধরে যত রাত বাড়বে হুড়মুড়িয়ে নামতে শুরু করবে তাপমাত্রা। হুড়মুড়িয়ে বাড়বে জাঁকিয়ে ভীষণ শীত। আমতা উদয়নারায়ণপুর সহ সমগ্র হাওড়া জেলায় প্রচণ্ড কনকনে ঠাণ্ডার সাক্ষী হতে চলেছে ২৩ ডিসেম্বর রাতে। কনকনে ঠান্ডায় রীতিমতো কাঁপবে সমগ্র হাওড়া জেলা। ২৩ শে ডিসেম্বর সকালে হাওড়া জেলার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২°সে। ২৪ ডিসেম্বর সকালে হাওড়া জেলার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে হাওড়া জেলার উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০°সে। ২৪শে ডিসেম্বর সকালে আরো কমবে সর্বনিম্ন তাপমাত্রা। হাত পা ঠান্ডা করা ভীষণ শীত থাকবে আগামী ৪৮ ঘন্টায়। ২৫শে ডিসেম্বর থেকে হাওড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। কমবে শীতের দাপট। তবে ২৪-৪৮ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে সমগ্র হাওড়া জেলায়।
২৩/১২/২০২২
No comments:
Post a Comment