নিজস্ব সংবাদদাতা: ২৩ ডিসেম্বর ২০২২ রাতে কনকনে শীত অনুভূত হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩°সে আশেপাশে নেমে গেছে। কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে এর নীচে নেমে গেছে। উত্তর দিনাজপুরের চোপরা, মালদার রতুয়া প্রভৃতি অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ১০°সে এর নীচে নেমে গেছে। চোপরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৯°সে। রতুয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.১°সে। এছাড়া উত্তরবঙ্গের আরো কিছু কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে ও তার নীচে নেমে গেছে ২৪শে ডিসেম্বর ২০২২ ভোরে। কল্যাণী, হাবরা, কলকাতার রাজারহাট-নিউটাউন প্রভৃতি অঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১°সে। বহরমপুর ১০°সে। ক্যানিং ১২°সে। হাওড়া জেলার আমতা ১৩°সে। অর্থাৎ জম্পেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। কলকাতার শীতের রাজা নিউটাউনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬°সে। কলকাতার দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯°সে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৮°সে। সমগ্র পশ্চিমবঙ্গেই চলছে কড়া শীত। আগামী ৭২ ঘন্টায় ধীরে ধীরে কমবে শীতের দাপট। সাগরের উচ্চচাপের জলীয় বাষ্প ঢুকে বাড়বে কুয়াশা। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত ২৪শে ডিসেম্বরেও ভালোই ঠাণ্ডা অনুভব হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে।
২৪/১২/২২
No comments:
Post a Comment