সর্বনিম্ন তাপমাত্রা ১১°সে। রেকর্ড ব্রেকিং শীতের লাইমলাইটে রাজার জায়গা রাজারহাট। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 31, 2022

সর্বনিম্ন তাপমাত্রা ১১°সে। রেকর্ড ব্রেকিং শীতের লাইমলাইটে রাজার জায়গা রাজারহাট।


নিজস্ব সংবাদদাতা: কখনো ১০°সে, কখনো ১১°সে আবার কখনো ১২°সে। কলকাতার মধ্যে একনাগাড়ে জাঁকিয়ে শীতের রেকর্ড করে চলেছে কলকাতার কালিম্পং রাজারহাট। কলকাতার অংশ রাজারহাট এত শীত পাচ্ছে অথচ মূল কলকাতা রেকর্ডে থাকছে না তাই মূল কলকাতাবাসী যেন শীতের দিক থেকে ঈর্ষণীয় চোখেই দেখছে রাজারহাট-নিউটাউনকে। ৩১ ডিসেম্বর ২০২২ বছরের শেষ দিনেও থরথর করে ঠাণ্ডায় কেঁপেছে কলকাতার রাজারহাট -নিউটাউন অঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫°সে। অথচ মূল কলকাতায় রেকর্ড হয়েছে ১৪°সে আশেপাশে। অর্থাৎ ঝাড়া ৩°সে বেশি তাপমাত্রার তফাৎ মূল কলকাতার আলিপুরের সঙ্গে রাজার জায়গা রাজারহাট -নিউটাউন অঞ্চলের। কেন এত তাপমাত্রার তফাৎ? মূলত রাজারহাট -নিউটাউন অঞ্চলের অবস্থান কলকাতার বাইরের দিকে। খুব ঘন সন্নিবিষ্ট বাড়ি ঘর না থাকার কারণে এবং আর্বান প্ল্যানিং মেনে বাড়িঘর তৈরি হবার জন্য দূষণের মাত্রা মূল কলকাতার চেয়ে এই অঞ্চলে কম। অন্যদিকে এই অঞ্চলের গা ঘেঁষেই রয়েছে হাড়কাঁপানো ঠাণ্ডার জায়গা উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা থেকে কনকনে ঠাণ্ডা নেমে আসছে পানিহাটি- সোদপুর -ব্যারাকপুর হয়ে রাজারহাট -নিউটাউন অঞ্চলে। অন্যদিকে মূলত কলকাতার উত্তরে বাতাস প্রবেশ করছে হাওড়া শহর হয়ে। এছাড়া বড়ো বড়ো বাড়িঘর ও যানবাহনের ধোঁয়ায় শীত কমে যাচ্ছে কলকাতায়। সেই কারণেই রাজারহাট তখন ১০-১২°সে এর শীত দেখছে তখন কলকাতা ১৩-১৫°সে এর শীত পাচ্ছে। উত্তর ২৪ পরগণা লাগোয়া অঞ্চলে থাকাই ব্যাপক শীতের কারণ হচ্ছে রাজারহাট -নিউটাউন অঞ্চলের।
৩১/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......