শীতের রাজা রাজারহাট ১০.৯°সে, হাওড়ার আমতায় তাপমাত্রা নামল ৯.৯°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, December 30, 2022

শীতের রাজা রাজারহাট ১০.৯°সে, হাওড়ার আমতায় তাপমাত্রা নামল ৯.৯°সে।


নিজস্ব সংবাদদাতা: কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে জোরদার চলছে শীতের দাপট। কোথাও ৯, কোথাও ১০ আবার কোথাও ১১°সে রেকর্ড হয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। প্রপার কলকাতায় কোন অজ্ঞাত শক্তিবলে ১৪°সে এর নীচে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছেনা ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে ১২-১৩°সে আশেপাশে সর্বোনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় ৩০ ডিসেম্বর সকালে। কলকাতার শীতের রাজা নিউটাউনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিসেম্বর ১০.৯°সে, দমদমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫°সে। সরকারি ভাবে কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪°সে আশেপাশে। অন্যদিকে হাওড়া জেলা কেঁপে গেছে শীতে ৩০ ডিসেম্বর সকালে হাওড়ার আমতা মেলাইপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯°সে। উলুবেড়িয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩°সে। ব্যারাকপুর ১১°সে। হাবরা ১০.৯°সে। কল্যাণী ১০.৩°সে। ক্যানিং ১১.৯°সে। অর্থাৎ জম্পেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। আগামী ২৪-৩৬ ঘন্টায় ভালোই ঠাণ্ডা অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে। তবে ১লা জানুয়ারি থেকে শীতের দাপট সামান্য কিছুটা কমলেও সেই অকাল গরম অনুভব হবেনা। আবার জানুয়ারীর প্রথম সপ্তাহে কনকনে ঠাণ্ডার স্পেল আসছে।
৩০/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......