১০/৮/২০২৩
নিজস্ব সংবাদদাতা: হুগলির চন্দননগরের উপর দিয়ে বিস্তৃত হচ্ছে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা গতকাল মৌসুমী অক্ষরেখাটি ধানবাদ ও মহেশতলার উপর দিয়ে বিস্তৃত হয়েছিল আজ তা বীরভূমের সিউড়ি, বর্ধমান টাউন, চন্দননগর ও গোসাবার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর স্বাভাবিক অবস্থানে বিস্তারলাভ করার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওড়া কলকাতা হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ই আগষ্ট থেকে ১৫ই আগষ্ট ২০২৩ পর্যন্ত ৫ দিন সময়সীমার মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গেই বাড়বে বৃষ্টি ও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শক্তিশালী মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত ও ময়েশ্চার ইনকারশনের প্রভাবে আগামী ৫ দিন ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গেই। সমগ্র দক্ষিণবঙ্গেই আকাশ প্রধানত মেঘলা থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-৩১°সে এর আশেপাশে। বেশিরভাগ সময় মনোরম ও বৃষ্টিমুখর আবহাওয়া থাকলেও মাঝেমধ্যে ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে।
No comments:
Post a Comment