বাংলা পাচ্ছে বৃষ্টি , উত্তরবঙ্গে কি বৃষ্টি বাড়বে ? কোথায় কোথায় বৃষ্টি বাড়বে তা দেখে নিন এক নজরে ! - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, August 14, 2023

বাংলা পাচ্ছে বৃষ্টি , উত্তরবঙ্গে কি বৃষ্টি বাড়বে ? কোথায় কোথায় বৃষ্টি বাড়বে তা দেখে নিন এক নজরে !

বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে উত্তর-পশ্চিম ভারতের চন্ডিগড় উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অব্দি উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গেছে ফলে আগামী বেশ কিছুদিন বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বেশি । যেখানে সারা জুলাই মাসে বৃষ্টির পরিমাণ একদম ছিল না বললেই চলে সেদিক থেকে দেখতে গেলে আগস্টে বঙ্গবাসী ভালো মতন বৃষ্টি পেয়েছে। তবে এই বৃষ্টির স্থায়িত্ব কখনোই একটানা বা খুব বেশিক্ষণের জন্য হবে না । এই বৃষ্টিপাত ক্ষণস্থায়ী এবং দফায় দফায় বিক্ষিপ্তভাবে হবে , তবে এই মুষলধারে বৃষ্টিপাতের জন্য সাময়িকভাবে জল জমার সমস্যা দেখা দিতে পারে । পশ্চিমবঙ্গ ছাড়াও বর্তমানে উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড ছত্রিশগড় এবং উত্তর পূর্ব ভারতে বেশ ভালো মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সে দিক থেকে দেখতে গেলে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে । তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রার বিশেষ কোন হেরফের হবে না এবং অস্বস্তিকর গরম সারা বাংলা জুড়েই বজায় থাকবে। বর্তমান সময়ের আপেক্ষিক আদ্রতার পরিমাণও যথেষ্ট বেশি যার ফলে গরম আরো বেশি অনুভূত হচ্ছে তবে দফায় দফায় বৃষ্টি বাংলাবাসীদের জন্য বেশ স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে । বাংলাবাসীর দিক থেকে দেখতে গেলে এই বৃষ্টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যদি জুলাই এর মতন আগস্টেও অনাবৃষ্টির শিকার হতে হতো তাহলে বর্তমান পরিস্থিতি বেশ চিন্তাদায়ক হতো ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......